দুই সপ্তাহ আগে হঠাত গলা খুসখুস তার পরদিন প্রচন্ড জ্বর আর সর্দি ওষুধ বলতে সিপ্রো, প্যারাসিটামল আর হিষ্টাসিন খেয়েছি। ডাক্তার দেখালাম একগাদা টেষ্ট ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড আরও কত টেষ্ট ইউরিন টেষ্ট ও করলাম কোন রোগই ধরা পড়ল না। ডাক্তার গ্যাট্রিক এর ওষুদ দিলেন যা চলমান। এখন আর জ্বর ও সর্দি কোনটাই নেই। কিন্তু আজ সকালে লক্ষ করলাম কাশের সঙ্গে সামান্য রক্ত যাচ্ছে সারাদিনে চার পাঁচ বার কাশের সাথে রক্ত দেখেছি আর গলাটা একটু খুসখুস করছে। বয়স ২৮ বছর ধুমপান করি প্রায় ১২ বছর ধরে গাঁজা বা অ্যালকোহলিক কোন নেশা করিনা। আমার কি রোগ হয়েছে? কোথায় চিকিতসা করব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।