সব কিছুতেই স্বচ্ছতা চাই। বেনসন এর দাম ৮ টাকা। আজ থেইক্কা দিলাম বেনসন ছাইরা। ৮টাকা দিয়া বেনসন খাইতে গায়ে লাগে। তার মইদ্দে আবার অগ্নিকন্যা কইছে গরীবরা নাকি অপচয় বেশী করে। আমি তো গরীবের মইধ্ধেই পরি। তাই আজ থেইক্কা কেপস্টেন শুরু।জয় কেপস্টেন। সকালে ১০টা কিন্না আনছি। আহা.......প্রতি টানেই সুখ............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।