আমাদের কথা খুঁজে নিন

   

ছাইরা দে মা কাইন্দা বাঁচি!

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
১. পৃথিবীটা গোল জানি, তার চেয়েও নাকি আরও বেশি গোল প্রেমিকার মুখখানি। চুলগুলো তার বনভূমি আর সাগরের মত আঁখি, পলক ফেললে পাঁপড়ি গুলোকে মনে হয় যেন পাখি। নাকটাকে ধর পাহাড় আর টিলা, ঠোঁট দুটো ভলকানো- সুযোগ পেলেই ফুটন্ত লাভা বের হতে চায় যেন! প্রেমিকার মুখখানি, বাকি যা রইল, সবটুকু হল তৃণসমতল ভূমি। ২. ক্যান যে বলেছিলাম ‘তোমার গানের গলা মিষ্টি- তোমার গানেই আমার জীবন ধ্বংস এবং সৃষ্টি’। ভুল বলেছি, কান ধরেছি, দাওনা ক্ষমা করে, আর একবার ঐ রণসঙ্গীত শুনলে যাব মরে! ৩. প্লিজ হেসোনা অমন করে বলছে সবাই বুদ্ধু, হাসির সাথে দেখা যাচ্ছে আলজিভটা সুদ্ধ ! যেই না বাঁকা দাতের সারি, ইক্ষু ক্ষেতের ইক্ষু, দেখলে হঠাৎ মাথা ঘুরায়, চরক মারে চক্ষু ! তাড়াতাড়ি ভাল একটা ডেন্টিস্টকে দেখাও, দাঁতগুলো সব তুলে আবার নতুন করে লাগাও !
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.