আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপন মনে হইলে বিজ্ঞাপন, recommendation মনে হইলে recommendation ... জাতির মহান বিবেকের উপ্রে ছাইরা দিলাম



কেবল রসের আলামত পাইলেই কোনো ব্লগ আপদমস্তক দেখার ইচ্ছা হয়। যেমন ধরেন, পুনমজিরে নিয়া লেখা ব্লগ, তিনি কবে নাগাদ তার ভাজ খুলবেন, অথবা অন্য কারো কিচ্ছা-কাহিনি। একাত্তর নিয়া ব্লগের ক্ষেত্রে ? well, একদম এড়াইয়্যা যাইতে পারি না, প্রথম কয়েকটা লাইন scan মারি at least। তো সচলে একটা ব্লগ দেখলাম আজকে যার শিরোনামই ১৯৭১, লেখক একজন নারী (জেন্ডার অনুযায়ী ব্লগার বাছ-বিচার করার বদ-অভ্যাস আছে আমার)। যথারীতি scan মাইরা পোস্টের ভিতরে ঢুকলাম (as a বাংগালি পুরুষ, নারী দেখলে scan মারার গুনটা অবশ্য DNA তে by default হিসেবেই আছে)।

পড়তে শুরু করলাম, পড়া শেষ করলাম। মাঝখানের কিছু সময় কাটাইলাম এক বালিকার সাথে, তার চোখ দিয়াই দেখলাম ২৫শে মার্চের বিকাল-সন্ধ্যা। এইখানে “narrative discourse” এর কোনো প্যাচলা-পেচলি নাই, ঘটনা গুলারে গোলাপীকরনও করেন নাই, একদমই সাদামাটা লেখা। দুই পর্বে লিখছেন, আরো পর্ব আসতে পারে । পইড়া দেখতে পারেন।

প্রথম পর্ব http://www.sachalayatan.com/mehbuba/38450 দ্বিতীয় পর্ব http://www.sachalayatan.com/mehbuba/38556

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.