আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি২০ সিরিজের খেলা টেলিভিশনে দেখা যাবে

সকালের স্নিগ্ধ বাতাস মনে দেয় শান্তি, দুপুরের সূর্যটা মিষ্টি করে হাসে, রাত্রের আকাশে চাদ মামা দেখা দেই আকাশটা তখনই সকলের চোখে পরে যাই......... বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের সবগুলো খেলা টেলিভিশনে সম্প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। চলতি মাসে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি২০ সিরিজ অনানুষ্ঠানিক হওয়ার কারণে তা টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার কথা ছিল না। আইসিসি'র ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি'তে না থাকায় এ সিরিজকে আনুষ্ঠানিক মর্যাদা না দিয়ে অনানুষ্ঠানিক (আনঅফিসিয়াল) হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার স্পোর্টস চ্যানেল সুপারস্পোর্ট আজ (শুক্রবার) এ কথা নিশ্চিত করেছে যে, তারা সাত ম্যাচের সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড- ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড- জিম্বাবুয়ে ক্রিকেটের (যেডসি) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী খেলাগুলো সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সুপারস্পোর্ট।

বাংলাদেশ টেলিভিশনের কাছে ম্যাচগুলোর স্বত্ব বিক্রি করেছে স্পোর্টস চ্যানেলটি। ফলে বাংলাদেশের দর্শকরা আসন্ন সিরিজের সবগুলো ম্যাচ দেখার সুযোগ পাবেন। বাংলাদেশের আসন্ন জিম্বাবুয়ে সফরের ফিক্সচার : ১৮ জুন - বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ১৯ জুন - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ২০ জুন - জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা ২১ জুন - জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ২২ জুন - দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ২৩ জুন - দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে ২৪ জুন - ফাইনাল সিরিজের সবগুলো খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। সব খেলাই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। আসন্ন সিরিজের তিন দল : বাংলাদেশ: মুশফিকুর রহীম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকি, আনামুল হক, মোহাম্মাদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, মাশরাফি মুর্তজা, ফরহাদ রেজা, নাজমুল হোসেন, জিয়াউর রহমান এবং আবুল হাসান।

দক্ষিণ আফ্রিকা : ইউহান বোথা (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, মারচেন্ট ডি ল্যাঙ্গে, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, কলিন ইংগ্রাম, রিচার্ড লেভি, অ্যালবি মরকেল, ক্রিস মরিস, জাস্টিন অনটং, ওয়াইন পারনেল, রবিন পিটারসন, লনওয়াবো সোতসোবে এবং ডেইন ভিলাস। জিম্বাবুয়ে : ব্রেনডন টেইলর (অধিনায়ক), তাডেন্ডা তাইবু, এলটন চিগুম্বুরা, ম্যালকম ওয়াল্লার, চার্লস কভেন্ট্রি, ফর্সটার মুতিযওয়া, গ্রায়াম ক্রিমার, রেমন্ড প্রাইস, টেন্ডাই চাতারা, প্রোসপার উতসাইয়া, কাইল জারভিস, ক্রিস এমপোফু, ব্রায়ান ভিটোরি, কিগান মেথ, জাবুলো কুবে, কেভন কাসুযা, চামু চিভাভা, হ্যামিলটন মাসাকাদযা, শিঙ্গি মাসাকাদযা, স্টুয়ার্ট মাতসিকানেরি, রিচার্ড মুঝাঙ্গে, ভুসি সিবান্দা এবং ক্রেইগ এরভিন ক্লিক করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.