আমাদের কথা খুঁজে নিন

   

শাহেদ খান

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... আমি একটা ছেলে যাদু দেখানোর ছলে, ভাঙা লাঠিই ঘোরায় - সবার আদর পাবে বলে... আমার আমার জাহাজের মাস্তুল তোমার এলোমেলো পাটাতনে; আমার সব কবিতাই ভুল তোমার ইচ্ছেমতন মনে ! তোমার ভীষন মেঘলা চুল পাগলী, ভয়াবহ এই ক্ষণে, আমায় পথ দেখালো ভুল - আমি হারিয়ে গেলাম হারিয়ে গেলাম সত্যি অকারণে ! আমার মস্ত হুলুস্থূল ফিরব তোমার বৃষ্টি মনে। আমি করেই যাচ্ছি ভুল তুমি হাসছো এবং ভাসছো এমন পাগলাটে পবনে; তুমি দেখছো, কী তুমুল ঝড়ে আমার পাটাতনে - আমার নড়বড়ে মাস্তুল ভীষণ জেদী মনে দাঁড়িয়ে আছে, যেমন করেই হোক - পৌঁছে যাবে তোমার মনে তোমার ঝাপসা বৃষ্টি-মনে। অমন ঝাপসা বৃষ্টি-মনে।। আমাকে আমাকে এমন করে বলতে হল, ফের তবু যদি মানুষেরা বুঝে নিত সব? সোনালী কাঁচের ওই রূপালী চশমা ছাড়া এইসব স্বপ্নের রং - কখনও কি দেখবে ওরা? পৃথিবীর এইসব পরিচিত মানুষেরা কবে আর বুঝবে এ অবুঝ হাসি? সোনালী বিকেল থেকে রূপালী রাতের এই গুটি পায়ে নেমে আসা- এসব কেবল তুমি আহ্নিক গতি বলে চালিয়ে দেবে? এসব কি কবিতাও নয়? অতটা সত্য তবে না-ই জানলাম বানোয়াট স্বর্গে যে কী ভীষণ সুখে আছি- ...........ওরা শুধু হিংসেই করতে পারে ! এইসব বুঝবে না কেউ। আকাশ ভরা ওই লক্ষ তারা'র কাছে .................আমার এখন জানো কত্ত দেনা? পাগল'টা হারিয়ে যায় যদি ওইসব দেনার সুদে- খুঁজে আর পাবে না ! তবু তুমি জানো আমি আমারই মতই খুব জেদী, খুব বেশি শিশুর মতন! বেখেয়ালে হাতে ঠেলে তারাদের ফেলে দিলে কীভাবে যে সামলাও তারা'র পতন ! এরপর যেই আমি উড়ব বলে- খুব উড়ব বলে বেশ গেলাম ছুটে এই দু'হাত মেলে... তখন আমায় শুধু তুমিই পেলে ! পোড়াকপালী, তুমি আমায়ই পেলে??? আর আমি জানি, এটা তুমিও জানো - এইসব রাত আর শেষ হবে না। পৃথিবীতে রাত কভু শেষ হয় না - এইপার থেকে শুধু ওইপারে যায়; তবু কেন কবিতায়, গল্পে - সব্বাই 'রাত শেষ হল !' - বলে এত্ত চেঁচায়? তুমি জানো, আমি জানি আঁধারের মানে আমি যে রাত শেষ হতে দিব না ! এইসব কথা ঢের জানা হয়ে গেছে... ********************************** আকাশের ঘুমানোর সময় পেরিয়ে যায়, শাহেদের কবিতা'রা শেষ হয় না। শ্যারোজ ঘুমিয়ে পড়ে, খাতাটা জড়িয়ে ধরে - নক্ষত্রের মত অসীম আদরে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.