আমাদের কথা খুঁজে নিন

   

উন্নত চিকিৎসায় ব্যাংকক যাচ্ছেন ফারুক

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফারুককে উন্নত চিকিত্সার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে। এর মধ্যে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফারুকের চিকিত্সার ব্যাপারে যোগাযোগও করা হয়েছে। আজ শুক্রবার সকালে প্রথম আলো ডটকমকে ফারুকের ব্যাংকক নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথাটি জানিয়েছেন তাঁর স্ত্রী ফারহানা পাঠান। ফারহানা পাঠান বলেন, ‘কিডনি সমস্যাটাই ফারুককে বেশি ভোগাচ্ছে। ফুসফুসে বারবার পানি জমে যাওয়ার কারণে তাঁর শ্বাসকষ্টও বেড়ে যায়।

এ নিয়ে আমরা উদ্বিগ্ন। চিকিৎসকদের পরামর্শে ফারুককে ব্যাংকক নিয়ে যাচ্ছি। আমরা ব্যাংককের হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, আগামী সপ্তাহ থেকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ফারুকের পরবর্তী চিকিত্সা চলবে। তার আগ পর্যন্ত অ্যাপোলো হাসপাতালে তাঁর সব ধরনের চিকিৎসা চলবে।

’ ফারুকের স্ত্রী বলেন, ‘ফারুককে এখন সাধারণ কেবিনে রাখা হয়েছে। সব ধরনের স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে তাঁকে। ’ এদিকে হাসপাতালে ভর্তি করার কিছুদিন পর ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হলেও সপ্তাহখানেক আগে অবনতি হয়। তখন তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর কিছুটা উন্নতি হলে গত রোববার তাঁকে আবার আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।

৭ মে সকালে হঠাৎ করে ফারুক প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেন। অবস্থার অবনতি হলে সেদিনই তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা তাঁর শারীরিক অবস্থা জটিল মনে করায় প্রথমে সিসিইউতে ভর্তি করেন। অ্যাপোলো হাসপাতালে ভর্তির শুরু থেকে চিকিত্সক কৃষ্ণা মোহন সাহু ও শামস মনোয়ারের তত্ত্বাবধানে অভিনেতা ফারুকের চিকিত্সা চলছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।