হাসিনা, সাজেদা, মওদুদ আর মতিউর
একসাথে বসে, সে ছবিটা ফ্যাকাশে আজ-
তিন মেরুর ক্ষমতায় আমরা কাদা ছুড়াছুড়ি করি।
আর গর্ব ভরে বলি আমি মুক্তির সন্তান।
মাথা উচু করে আছি, তাই তা ধিন ধিন নাচি,
রাজাকারের গাড়ীতে জাতির পতাকা দোলে
তাই নিয়ে নাচি, আমরা আজও বেচে আছি
উচু মাথা করে, আমাদের মাথা নোয়াবার নয়।
মাথা নামাবার আন্দোলন ইতিহাস নয় আছে নব্বইয়ের
ইতিহাস, আছে নুর হোসেনের ইতিহাস, আছে আমার বোন
ইয়াছমিনের হত্যার প্রতিবাদে সাতজনের প্রাণ দেবার ইতিহাস।
সব ইতিহাস আমরা তৈরী করেছি।
ওরা তা করেছে কিনা জানি না, ওদের আমরা ক্ষমতা সপে দিয়েছি যত্ন করে।
ওরা আমাদের জোট মহাজোট উপহার দিয়েছে।
দিয়েছে উপহার দুর্নীতি, আগুন বাজার, খাল খন্দভরা ডিজিটাল
আর এনালগের সাইনসয়ডাল তরঙ্গমালা।
সে তরঙ্গে ভেসে চলেছি নিয়ত প্রতিনিয়ত।
স্বজন হারিয়েছে যারা সুদুর একাত্তরে-
আজ তাদের ভাগ্যে স্বজনপ্রীতি আর অঞ্চলপ্রীতির নির্মম পরিহাস,
আমরা পেয়েছি হোসনে আরা পরিমল গং যদিও এসব
অমানুষে করে।
বাসের হেল্পার হয় মন্ত্রী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।