আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত সেই ছেলেটি (চুয়েট ভার্সন)।----------

চোখের বদলে চোখ নেওয়ার নীতি গোটা পৃথিবীকে অন্ধ করে ফেলেছে...গান্ধীজি অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল পড়া কালো মোটা চশমার চাপে চোখ দুটো তার ঢাকা হাতে তার বলপেন টেবিলে আছে চোথা কষ্টে শেখা জীবনের বহু পড়া ভর্তি মাথা লালালা লালালা লাল্লা লা লা লা লালালা লালালা লাল্লা লা লা লা আমাদের এই CUET এ পড়ত ছেলেটি পড়ার মাঝে খুজে পেত সে সুখস্মৃতি পকেটে টাকা শেষ COPY হইনি কিছু Incomplete পড়ালেখা ছুটছে পিছুপিছু অদ্ভুত ছেলেটি শুরু করল পড়া হাতে তার বলপেন টেবিলে থাকে চোথা জোছনা কখনো দেখা হইনা মাথাই ঘুরে শুধু পড়ালেখা জোছনা কখনো দেখা হইনা মাথাই ঘুরে শুধু পড়ালেখা একা ক্যাম্পাসে ঘুরত সে গাছগাছালিতে ঢাকা আনমনা হয়ে দেখত মেয়ে চুপে চুপে একা পড়ার জ্বালায় অস্থির মন যাবে কি রুমে ফিরে এর চেয়ে জীবন ভাল খেলার মাঠের ধারে অদ্ভুত ছেলেটি শুরু করল পড়া হাতে তার বলপেন টেবিলে থাকে চোথা জোছনা কখনো দেখা হইনা মাথাই ঘুরে শুধু পড়ালেখা জোছনা কখনো দেখা হইনা মাথাই ঘুরে শুধু পড়ালেখা ডাইনিং এর ডালভাত বাড়ির কথা বলায় স্যাররা বলে খেয়ে যাও মন বসাও পড়ায় তুলে নিল সে হাতে কলম অন্য একমনে নিজের কথা জানিয়ে দিল শান্ত ক্যাম্পাস কে অদ্ভুত ছেলেটি শুরু করল পড়া ক্ষুধার্ত দেহ থেকে জীবনটা চলে যায় পড়ে থাকে কেবল চোথা জোছনা কখনো দেখা হইনা মাথাই ঘুরে শুধু পড়ালেখা জোছনা কখনো দেখা হইনা মাথাই ঘুরে শুধু পড়ালেখা বলছে সকলে যে পরার ফাঁদে পড়া সেই ছেলেটির সবগুলো চোথা হল না যে পড়া অদ্ভুত সেই ছেলেটির নাম অজানা পাশে পরে থাকা বলপেন অজস্র চোথা অজস্র চোথা (এই গানটির লিরিক লিখেছে আমাদের বন্ধু সাইফি। সাথে ভোকাল ও গিটার। এটা ০৭ ব্যাচের র‌্যাগ ডে তে ভিডিও ক্লিপস আকারে প্রদর্শিত হয়েছিলো। স্লো নেটস্পিডের কারনে সেটি শেয়ার করতে পারলাম না। নবীন ব্লগার চুয়েট পেইন কে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাঝে এটি শেয়ার করতে সহায়তা করার জন্য।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.