আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটের ভাষা বুঝুন

ইন্টারনেটে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট দেখতে গেলে বিভিন্ন বার্তা পাওয়া যায় । যেমন: 502 Bad Gateway, 404 Not Found, 403 Forbidden, 400 Bad Request, 4xx Client Error continue, 408 Request Timeout............. ইত্যাদি । কোনটার কি মানে আসুন তা আমরা জেনে নিই ---- 502 Bad Gateway : এটি দিয়ে বোঝানো হয়, নির্দিষ্ট ওই সার্ভার প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল । ডাউন স্ট্রিমে ত্রুটিপূর্ন সাড়া পেয়েছে । 413 Request Entity Too Large : ধারনক্ষমতার চেয়ে বেশী পরিমান অনুরোধ সার্ভারে পাঠানো হয়েছে ।

204 No Content : সার্ভারে কোন উপাদান ( কন্টেন্ট ) পাওয়া যায়ানি । 203 Non-Authoritative Information (since HTTP/1.1) : সার্ভার যে তথ্য দিচেছ, তা অন্য কোন সূত্র থেকে আসছে । 403 Forbidden : সার্ভার অনুরোধ গ্রহন করেনি । 400 Bad Request : অনুরোধ যথাযথ প্রক্রিয়ায় করা হয়নি । 404 Not Found : বর্তমানে পাওয়া যাচেছ না, তবে পরে পাওয়া যেতে পারে ।

410 Gone : বর্তমানে পাওয়া যায়নি এবং পরেও পাওয়া যাবেনা । 408 Request Timeout : অনুরোধ করে সার্ভারের সাড়া পাওয়ার সময় অতিক্রান্ত হয়ে গেছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.