আমি আমার মত তাই অন্য কারো মত হতে চাই না।
আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহার করি কিন্তু কয়জনই বা ইন্টারনেটের ইতিহাস জানেন। তাই ইন্টারনেটের ইতিহাস নিয়ে আমি কিছু কথা বলব ।
১৯৬৯ সালে যুদ্ধের সময় ইন্টারনেটের যাত্রা শুরু হয় আরপানেট হিসাবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের গবেষক দল ,বেশ কিছু সামরিক ঠিকাদার এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগ স্থাপন করে পারমানবিক বোমা বিস্ফোরনের পরও একটি যোগাযোগ নেটওয়ার্ক টিকে থাকবে কিনা তার সম্ভাব্যতা যাচাই করার উদ্দেশে।
১৯৮০ সালে সফটওয়ার ইন্জিনিয়ার টিম বার্নার্স লি ভাবলেন এমন কোন প্রোগ্রামের কথা,যা কাজ করবে মানুষের মস্তিষ্কের মত। তিনি কল্পজগতের সাথে নিজের জ্ঞানের সমন্বয় ঘটিয়ে তৈরি করলেন 'হাইপার টেক্সট ' নামক এক ধরনের নতুন সফটওয়ার। এর মাধ্যমে নিজের কম্পিউটারের মস্কিষ্কে রাখা তত্ত্বগুলো জুড়ে দিলেন অন্যান্য কম্পিউটারের সাথে । প্রত্যেকটি তথ্যকে তিনি আলাদা নম্বর হিসাবে চিহ্নিত করলেন। তারপর ঐ নম্বরের সাহায্যে এক তথ্যে বসে ডাক দিলেন অন্য তথ্যকে।
১৯৮৩ সালের শেষ নাগাদ জন্ম হল ইন্টারনেটের।
১৯৯০ সালে হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা ইন্টারনেট গ্রাফিক্স তথ্যের যোগাযোগে সক্ষম হল। এভাবে গ্রাফিক্স পেজ তৈরি হয় এবং তা বিশাল ভার্চুয়াল হাইপার টেক্স নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর অংশ হয়ে উঠল। বর্তমানে এর সাথে কম্পিউটার 'মডেম' নামে একটি ছোট যন্ত্র এবং ইন্টারনেটের সমন্বয়ে ঘরে বসে বিশ্বভ্রমন করতে পারে। সুতরাং বলা যায়, ইন্টারনেট বিংশ শতাব্দীর চমকপ্রদ আবিস্কার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।