আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
অবশেষে ইন্টারনেটের দেখা মিলল। আগের বাসাটা পরিবর্তন করেছি সেই নভেম্বর মাসে। তারপর থেকেই ট্রাই করছিলাম ইন্টারনেটের সংযোগ নেবার জন্য। কিন্তু আগের ভাড়াটিয়ার কাছে ঐড়সবপযড়রপব হয়তো কিছু টাকা পেত, তাই তারা ফোন লাইন থেকে ব্রডব্যান্ডের ট্যাগ সরাচ্ছিল না।
একসময় তারা ট্যাগ সরালো, ঝকণ এ ব্রডব্যান্ডের ওর্ডার দিলাম। ওরা বলল এখন ব্রডব্যান্ড ট্যাগ আছে, ইঞ তে যোগাযোগ করতে। ইঞ বলল, আমার ফোন করার দরকার ছিল না, ঝকণ কে ফোন করতে হবে। সেটা ওদেরকে জানালাম।
এইসব করতে করতে দেড়-দুই মাস পেরিয়ে গেল।
অবশেষে ২২ তারিখে ইন্টারনেটের দেখা পেলাম। ওমা! যেখানে ৮মেগা/সেকেন্ড পাওয়ার কথা সেখানে পাচ্ছি ৭০ বাইটস/সেকেন্ড!!! সাথে সাথে ফোন দিলাম, ওরা বলল আরোও দু-তিনদিন সময় লাগবে। আরে বেটা, আরোও যদি সময় লাগবে তো নিলি না কেন? ফকিরের তো এইটা কি দিলি?
গতকাল সকালে উঠে দেখি সব ঠিক হয়ে গেল, বেশ ভাল স্পীড পাচ্ছি।
আহ ........... কি শান্তি!!!
হাসান
http://jahaji.blogspot.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।