প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্ট্যাটিস্টার প্রকাশিত ১০ সাইটের শীর্ষে রয়েছে গুগল। তাদের তথ্য অনুযায়ী, প্রতি সাতজনের একজন গুগল এবং প্রতি নয়জনের একজন মাইক্রোসফট, ফেইসবুক ও ইয়াহু ভিজিট করেন।
জুলাইয়ে এ সাইট তিনটি ভিজিট করেছে যথাক্রমে ৮৭ কোটি ৮০ লাখ, ৭৯ কোটি ৭০ লাখ এবং ৭২ কোটি ৫০ লাখ মানুষ। তালিকার অবশিষ্ট ছয়টি সাইট হচ্ছে উইকিমিডিয়া, অ্যামাজন, বাইডু, টেনসেন্ট, আলিবাবা এবং সহু ডটকম। জুলাইয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভিজিটর ছিল ৪৯ কোটি ২০ লাখ ও অ্যামাজন ডটকমের ভিজিটর ছিল ৪০ কোটি ৪০ লাখ মানুষ।
অন্যদিকে বাইডু ও টেনসেন্টের ভিজিটর ছিল যথাক্রমে ৩৫ কোটি ৮০ লাখ এবং ৩৪ কোটি ১০ লাখ। আলিবাবা এবং সহু ডটকম দুটি সাইটেরই ভিজিটর ছিলেন ৩১ কোটি ৮০ লাখ মানুষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।