আমি একজন সাধারন মানুষ। মোবাইলে কল করলেই ১৫-২০ পয়সা কর্তন! বিদ্যুতের ভর্তুকি মোকাবিলার উদ্যোগ বিদ্যুৎ ব্যবহার করুক বা না করুক- এ খাতের ভর্তুকি মোকাবিলায় টাকা দিতে হবে মোবাইল ফোন ব্যবহারকারী দেশের সব নাগরিককে। বিদ্যুতের ঘাটতি কমানোর জন্য প্রতি মোবাইল ফোনকলের ওপর ১৫ থেকে ২০ পয়সা সারচার্জ আরোপ করতে যাচ্ছে সরকার। অর্থাৎ কোনো মোবাইল ফোন থেকে কল করলেই প্রতিবার ১৫ থেকে ২০ পয়সা করে বাড়তি ব্যয় হবে গ্রাহকের। এ ছাড়া আবাসিক ভবন, শিল্প, বাণিজ্য ও যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে পাওয়া অর্থও বিদ্যুৎ খাতের জ্বালানি বাবদ ভর্তুকি মেটাতে ব্যবহার করা হবে। এ ছাড়া যেকোনো ব্যবসায়ী যেকোনো পণ্য আমদানি করলে ওই আমদানি মূল্যের ওপরও ২ থেকে ৩ শতাংশ জ্বালানিমূল্য বৃদ্ধিজনিত সারচার্জ আরোপ করা হবে। এসব অর্থ নিয়ে সরকার একটি 'জ্বালানি তহবিল' গড়ে তুলতে চায়। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর জন্য এসব পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগত সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। কালেরকন্ঠ থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।