আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে ফ্লেক্সিলোড দরকার?অবিশ্বাস্য হলেও সত্যি! অনলাইনে কাজ করে মাত্র ৫মিনিটে আপনার মোবাইলে পেতে পারেন সর্বনিম্ন ৫০টাকা!!!(সত্যি না মিথ্যা একবার যাচাই করুন)

ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ
অন লাইনে আয়ের অনেক পোষ্ট দেখেছি। অনেকের অনেক বক্তব্য পড়েছি, কিন্তু এইমাত্র যে ঘটনাটা ঘটল, এমনটা যে ঘটবে তা কখনো ভাবিনি। মাত্র ৫মিনিটের একটা কাজ করে এইমাত্র আমার মোবাইলে ৫০টাকা ইন্সট্যান্ট পেমেন্ট পেলাম(কোন রকম অপেক্ষা ছাড়া)। আপনারাও কি পেতে চান এই রকম ইন্সট্যান্ট বোনাস! আসলে গতকালকে টেকটিউনসে ঘুরতে ঘুরতে টিউনার কাল্পনিকের করা এই টিউনটি দেখে পরীক্ষামূলক ভাবে আমিও তার মত রেজিষ্ট্রেশন করি। কিন্তু রাতে কারেন্ট চলে যাওয়ায় সকালে ঘুম থেকে উঠে পিসি ওপেন করে সার্ভে করতে বসি।

আর কি আশ্চর্য্য মাত্র ৫মিনিটের সার্ভেতে অংশগ্রহণ করে আমি সঙ্গে সঙ্গে কোন ঝামেলা ছাড়াই পেয়ে গেলাম ৫০টাকার টপ আপ আমার নিজের মোবাইলে। তো আপনারাও যদি আমাদের মত ৫০টাকা পেতে চান তবে রেজিষ্ট্রেশন করতে চলে যান এই ঠিকানায় এখানে মোবইল লেখা আছে আপনি পিসিতেও করতে পারেন। মোবাইল ও ইমেইল ভেরিফিকেশন চাবে ………এরপর কাজ আসবে দুই পেইজ এর শুধু ক্লিক করত হবে । তারপর আপনার একাউন্ট দেখাবে ৭০ টাকা একসাথে ৫০ টাকা পেয়াউট করতে পারবেন । আমার প্রথম পেয়াউট এর পর তো ভাই বোন দেরি কইরেন না …………………… এর পরের কাজ আপনারা তো আমার উপর খুশি হবেন জানি ……কাল্পনিক ভাই আমারথন ১০ ট্যাকা ঘুষ চাইছিল আমি দেই নাই আপনাদেরও আমাকে কোন ঘুষ দিতে হইবে না তয় কে কে কত টাকা পাইলেন তা জানাইতে ভুইলেন না।

আরেকটা কথা এই সুযোগ কত দিন থাকবে আমি জানি না। বি:দ্র: সার্ভের সময় একটু বুঝে শুনে সার্ভে করবেন, কারণ আপনার করা প্রতিটি উত্তর সাবমিট হবে জাতিসংঘে। এমন কোন উত্তর দিব না যেটা আমার দেশের সম্মান জাতি সংঘের কাছে নষ্ট হয়। সো বি কেয়ার ফুল এন্ড নো টেনশন। কয়েক দিন আগে ব্লগার আবিদ ফয়সালের সাথে কিছু বাক্য বিনিময় হয়ে ছিল এই পুষ্টে সেখানে লিখেছিলাম- লোককে দিলে সবচে ভালটা দিতে হয়।

আজকে ভালটাই দিতে চেষ্টা করলাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.