আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে কথোপোকথোন



১ম জনঃ ফেবারেট কে ভাই? ২য় জনঃ ডিকেন। ১ম জনঃ কততে কত? ২য় জনঃ ১০০ তে ৩০০ ১ম জনঃ তাহলে ভাই আমার সাত করে দিয়েন রাজস্থানের দিকে ২য় জনঃ ওকে বাই। ----------------------- পুরোটা ’আই পি এল’ এ এমন ঘটনা অহরহই ঘটেছে। এটা প্রতিটা জেলার প্রতিটা মহল্লায় ঘটেছে। দেখা গেছে এটা প্রফেসনাল দের চেয়ে ছাত্র-ছাত্রীরাই বেশী করেছে।

আমার অবশ্য জানা নাই এ ভাবে বিটিং লিগ্যাল না ইলিগ্যাল। তবে আমার এটা একদম ভাল লাগেনি। একজন অর্নাস লেবেলে পড়া ছাত্রের কাছে ৩০ থেকে ৪০ হাজার টাকা কিভাবে আসে একদিনের ভেতরে কিংবা কিভাবে ম্যনেজ করতে পারে ২ থেকে ৩ ঘন্টার ভেতরে তা অবশ্য আমার জানা নাই। যেহেতু আমি একজন গনতান্ত্রীক দেশের নাগরিক,আমার আধিকার আছে নিজের মতামত প্রকাশ করার। তাই আমি শুধুমাত্র আমার মতামত প্রকাশ করলাম।

(আমার কথা যদি কারও ভাল না লাগে বা আমার লেখায় ভেতরে যদি কোন ভুল থেকে থাকে তাহলে আমাকে মার্জনা করবেন)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.