Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience
কয়েকদিন আগে অফিসের কাজে তিনদিনের ট্যুরে চট্টগ্রাম আর কক্সবাজারে ফ্রি ভ্রমণ। অভ্যাসমতো বাসে উঠেই কানে হেডফোন লাগাতেই খেয়াল হলো , আমার এই নতুন সেটে তো কোন গান ঢুকানো হয় না। এখন উপায় ! ভাবলাম ডাউনলোড করে নেই। এদিকে ডাউনলোড করতেই বসতেই আরেক ফ্যাকড়া। কোনটাতে ডাউনলোড হয় না, আবার কোনটাতে মাঝপথে আটকায়।
এরপর বাসে বসেই মোটামুটি কয়েকটা সাইট আবিষাকার করলাম যেগুলোতে ছোট সাইজের ভালোমানের গান ডাউনলোড করা যায়।
আসলে আজকালকার মোবাইলগুলো এখন আর শুধু কথা বলার যন্ত্রই নয়। কথা বলা, গান শোনা, ভিডিও-নাটক-মুভি, ইন্টারনেটে বিচরণ...; সোজা কথায় মোবাইলের অসাধ্য কাজ খুব কমই আছে! তবে এর মধ্যেও সম্ভবত এগিয়ে থাকবে মোবাইলে গান শোনার বিষয়টি। মোবাইলে গান শোনার ক্ষেত্রে সবাই কম্পিউটার থেকে এমপিথ্রি গান মোবাইলের মেমোরি কার্ডে কপি করে গান শোনেন। অনেকে আবার মোবাইল দিয়ে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে গান ডাউনলোড করেন।
এন্ড্রয়েড, উইন্ডোজ (ব্যাবহার করি নাই অবশ্য), জাভা বা সিমবিয়ান সমর্থিত মোবাইলে অপেরা মিনি থাকলে খুব সহজেই মোবাইল দিয়ে আপনার পছন্দের গান ডাউনলোড করতে পারবেন।
মোবাইল দিয়ে গান লোড করার কিছু সুবিধা আছে। যেমন এতে অনেক ব্রডব্যান্ড কানেকশনের চাইতেও দ্রুত ডাউনলোড হয়, বিদ্যুত চলে যাওয়ার ঝামেলা নেই, যখন যে কোনো স্থানে ডাউনলোড করা যাবে, এ ছাড়া যখন ইচ্ছা হবে তখনই লোড করা যাবে।
এত সুবিধার মাঝেও মোবাইলে গান বা অন্য কিছু ডাউনলোডের প্রতিবন্ধকতাগুলো জেনে রাখা ভালো। যেমন মোবাইলের ব্যাটারির চার্জ কমে যাবে, সাধারণ মোবাইল সেটে ডাউনলোড করার সময় অন্য কোনো সাইটে ঢোকা যায় না, এ ছাড়া ফোন কল এলেও ডাউনলোড আটকে যাবে।
নিচের সাইটগুলো থেকে ইংরেজি এবং হিন্দি গান ডাউনলোড করা যাবে বিনামূল্যে
http://www.songs.pk
http://www.mp3hungama.com
http://www.musicmaza.com
http://www.epakimusic.net
http://www.fmw11.net
http://www.songslover.com
http://www.a2zmusicdownloads.com
http://www.masti4india.com
http://www.4shared.com
http://www.beemp3.com
http://www.a2zmusicdownloads.com
এ ছাড়া নতুন দেশি-বিদেশি সিনেমা এবং সিনেমার গানের জন্য ঘুরে আসতে পারেন এই সাইটগুলোতেও-
http://www.movies4mobile.net
http://www.moviesmobile.net
http://www.mobi-movies.org
http://www.mobilemoviezone.com
http://www.o2videos.com
গান ডাউনলোডের ছবি সার্চ দিতে গিয়ে পাওয়া গান শোনার দুইখান প্রিয় ফটু। এইরকম কাউরো নিয়া গান শোনার মজাই অন্যরকম হবে বলে ধারণা করি। (চোখ টিপ দেয়ার ইমো হবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।