বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক
একটু বিশ্রাম চান সাকিব
একটানা খেলতে-খেলতে ভীষণ ক্লান্ত সাকিব আল হাসান। তাই জিম্বাবুয়ে সফরে না গিয়ে বিশ্রাম চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
তবে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সাকিবকে বিশ্রাম দেয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
তিনি বলেন, “সাকিব একটি চিঠি দিয়েছেন। ঐ চিঠিতে কিছু দিন বিশ্রাম চেয়েছেন তিনি।
”
“ক্লান্তির কারণেই বিশ্রাম নিতে চাইছেন সাকিব। এটা তিনি চাইতেই পারেন,” যোগ করেন সিরাজ।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে ১২ জুন জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেয়ার কথা বাংলাদেশ দলের। ১৬ জুন হারারেতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রতিযোগিতার তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা।
বুধবার সকালের অনুশীলন শেষে তিন নির্বাচকের সঙ্গে তাদের কক্ষে সভা করেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, কোচ রিচার্ড পাইবাস ও বোলিং কোচ শেন জুর্গেনসেন। সভার শেষ দিকে যোগ দেন সাকিব এবং বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খান।
সভা থেকে বের হওয়ার পর চিঠির ব্যাপারে জানতে চাওয়া হলে ‘কীসের চিঠি’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন সাকিব। এরপর জিম্বাবুয়েতে যাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার মনযোগ আপাতত শুক্রবারের লিগ ম্যাচের দিকে।
”
সাকিবের বিশ্রাম চাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক আকরাম খান বলেন, “অফিসিয়ালি আমি কিছু জানি না। সাকিব বিসিবি সভাপতির কাছে চিঠি দিয়েছেন। আমার কাছে আসার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। ”
জাতীয় দলের সাবেক অধিনায়কের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের জিম্বাবুয়ে সফর খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “বিশ্বকাপের দল গড়তে এই সফরের গুরুত্ব অপরিসীম।
ক্রিকেটাররা বিপিএলে অংশ নিয়েছেন, সাকিব আইপিএলে খেলে এসেছেন। তবে সামনের সফরগুলো দল গঠনে ভালো ভূমিকা রাখবে। ”
সূত্র : Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।