আমার কোনো দোষ আছিলো না, সব দোষ আপনাদের
অনেক-ই তো হইলো, আমরা আর সমালোচনা না করি। আমার এই যোদ্ধারাই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলো, আমরা স্বপ্ন দেখলাম, স্বপ্ন টা না হয় একটু দুঃস্বপ্নই হলো আজ, ক্ষতি কি? অনেক গুলো স্বপ্নময় স্বপ্ন দেখিয়েই কিন্তু তারা আমাদের আরও বড় স্বপ্ন দেখাতে চেয়েছে, দেখিয়েছেও, আজ না হয় একটু বিফলেই গেল স্বপ্নটা। সামনে আরও স্বপ্নময় দিন অপেক্ষা করছে, আমরা আশায় বুক বাধি আসুন, তখন হয়ত স্বপ্ন দেখার মানুষ থাকবে না, সবাই বাস্তবেই দেখবে...
...আমার সাকিব, আমার তামিম, আমার শফি- আমি আছি, আমরা আছি, তোমরা হারলে আমরা দুঃখ পাই, তোমরা জিতলে আমরা গর্বিত। তবে জয়-পরাজয় যা-ই আসুক, সব-ই আমার, সব-ই আমাদের। আমরা আছি, ১৬ কোটি মানুষ, আজ হয়তো আশা ভংগ হয়ে, কাল অবশ্যই থাকব গর্বিত বাংলাদেশের পতাকা হাতে। সেই দিন বেশি বাকি নেই, যখন আমাদের স্বপ্ন নিয়মিতই দেখা দিবে বাস্তবে। ...
...গুড লাক বাংলাদেশ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।