পাছে লোকে কিছু বলে
আমাদের শাকিব। এখনও তিনি আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বর অলরাউন্ডার। টেস্টে তার জায়গা পাঁচ নম্বরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে নিলামে থাকা ৬৬ জনের তালিকায় ছিল তার নাম। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
চট্টগ্রামে ভারতের বিরুদ্ধে চলতি প্রথম টেস্টের প্রথম ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট। বলা হচ্ছিল, এই টেস্টের পারফরমেন্সে সাকিবকে নিয়ে আইপিএলের দলগুলোর মধ্যে টানাটানি পড়তে পারে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, আইপিলের নিলামে কোনো দলই সাকিবকে চায়নি। যার মানে অবিক্রীত খেলোয়াড় হিসেবে রয়ে গেছেন তিনি। একই সঙ্গে কোনো ‘বিশেষ’ কারণে আইপিএলের দলগুলো নিলামে নাম থাকা সত্ত্বেও কোনো পাকিস্তানি ক্রিকেটারকেও দলে টানেনি।
এসব নিয়ে মুম্বাইয়ে আইপিএল নিলামকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়।
আইপিএলের নিলামে সাকিবকে কোনো দল না ডাকায় অবাক হয়ে যান ভারতের সাবেক অধিনায়ক এবং ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘সাকিব সম্পর্কে ফ্রাঞ্চাইজগুলো সাকিব সম্পর্কে জানে না, এমন হতেই পারে না। গত বছর টেস্ট এবং ওয়ানডেতে ওর পারফরমেন্স দেখলেই সব পরিষ্কার হয়ে যাওয়ার কথা। সবচেয়ে বড় কথা, সাকিব ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে।
ওর অলরাউন্ড পারফরমেন্স কারো নজরে পড়বে না তা হতেই পারে না। বাংলাদেশের সর্বশেষ সাফল্যগুলোর কারিগর সাকিবই। দারুণ মেধাবী ক্রিকেটার। সবচেয়ে বড় কথা, উপমহাদেশের বাইরেও ও সফলতার পরিচয় দিয়েছে। ওকে কেন যে আইপিএলের কোনো দল ডাকল না সেটা আমার কাছে একটা বড় রহস্য।
হতাশা তো বটেই। ’ সাকিবের ফ্লোর প্রাইস ছিল এক লাখ ডলার। তবে আইপিএলে পরেও তাকে কোনো দল কিনতে পারে।
আমরা সেই দিনের অপেক্ষায়.................................................................................................................................................................................................।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।