আশিস নাবীল কিছুদিন আগেই মহাসমারোহে ৩৩তম বিসিএস পরীক্ষা (প্রিলিমিনারি) অনুষ্ঠিত হয়ে গেল। দেশের অজস্র স্নাতক পাশ করা শিক্ষার্থীরা কষে পড়াশুনা করে সেই পরীক্ষায় অংশগ্রহণও করলো। না, এই পরীক্ষা নিয়ে আমার তেমন কোন আপত্তি নাই, আপত্তি আছে কেবল একটা প্রশ্ন নিয়ে। অনেকে যদি এটুকু পড়েই ভেবে বসেন, আমি বাংলাদেশের রাজধানীসংক্রান্ত প্রশ্নটি নিয়ে উতলা হয়েছি, তবে ভুল ভেবেছেন।
যেই প্রশ্ন নিয়ে উতলা হয়ে পোস্টটি দিচ্ছি, সেইটাও সাধারণ জ্ঞানেরই প্রশ্ন।
প্রশ্নটা হল- বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তরের অপশনগুলো হল- নিউইয়র্ক, লন্ডন, জেদ্দা আর বার্লিন। পরীক্ষার পর প্রশ্ন জোগাড় করে সলিউশন করা আমার ছোটবেলার অভ্যাস, তা এবারও করছিলাম। তা করার সময় এই প্রশ্নটা দেখে আমার মনে হল, উত্তর হতে পারে লন্ডন, কিংবা জেদ্দাও হতে পারে। কিন্তু সন্দেহ থেকে গেল; সন্দেহ দূর করতে গুগল করলাম, আর তারপরেই একটু ভয় পেলাম। যেটা হয়েছে, সঠিক উত্তরটা অপশনে নেই।
সঠিক উত্তর হবে দাম্মাম, সৌদি আরবেরই আরেকটা শহর। জেদ্দা সৌদি আরবের এক প্রদেশে অবস্থিত, দাম্মাম আরেক প্রদেশে।
সেটাও খুব একটা সমস্যা বলে মনে হতো না, বিশেষ করে আমাদের দেশে প্রশ্নে ভুল হওয়াতে আমরা এতোটাই অভ্যস্ত হয়ে গেছি, তা আর গায়ে লাগে না। সেই স্কুলে থাকতে শুরু, প্রত্যেক পরীক্ষায় প্রথম ১৫-২০ মিনিট অপেক্ষা করতাম, কখন সংশোধনী নিয়ে আসবেন শিক্ষকরা; এমন খুব কমই হতো, যেদিন প্রশ্নের সংশোধনী থাকতো না। সুতরাং, একটি প্রশ্নে ভুল থাকতেই পারে।
কিন্তু এই প্রশ্নের ভুলের সমস্যাটা একটু পরে উপলব্ধি করলাম, যখন বিসিএস দেয়া বড়ো ভাইদের বোঝাতে ব্যর্থ হতে শুরু করলাম, সঠিক উত্তর হবে দাম্মাম। তারা সবাই উল্টো আমাকে বিশ্বাস করতে বলল, সঠিক উত্তর জেদ্দা। প্রমাণ হিসেবে নীলক্ষেত থেকে কেনা তাদের জনপ্রিয় সব সাধারণ জ্ঞানের বই (ঠিক বই বলা যায় কিনা জানি না, তবে গাইড বলা যেতেই পারে) থেকে তথ্যটি দেখাতে শুরু করল।
অর্থাৎ, যে বা যারা বিসিএসের জন্য মাত্র ২০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন করেন, তাদের এইটুকু কমন সেন্স নাই যে, তারা চাইলেই সেই ২০টি প্রশ্নের উত্তরের রেফারেন্স খুঁজে নিশ্চিত হতে পারেন, আর সেটা তাদের করা উচিত। সাধারণ জ্ঞানের বই দেখে প্রশ্ন করা মনে হয় এখন আর উচিত না, কারণ তো বুঝে গেছেন আশা করি; সর্বোপরি এখন নাকি তথ্যপ্রযুক্তির যুগ, এখন নাকি ঘরে বসে দুনিয়ার সকল তথ্য পাওয়া যায় (অন্তত বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর, বাংলাদেশের রাজধানী কোনটা, ইত্যাদি ধরনের সকল তথ্য), সুতরাং সাধারণ জ্ঞানের চটি দেখে প্রশ্ন না করাই কি শ্রেয়ঃ না?
তবে সব মন্দেরই একটা ভাল থাকে; এই মন্দের ভাল, পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর খুঁজতে গিয়ে কি মনে করে আমি বাংলায় সার্চ দিয়েছিলাম, আর তাতে একটা সাইট পেলাম, বেশ ভাল; তাতে সাধারণ জ্ঞান বিষয়ক তথ্যগুলোও বেশ গোছানো... যদিও তারাও রেফারেন্স দেয় নাই, কিন্তু বিসিএসের সেই প্রশ্নের উত্তরে যা লেখা আছে, তাতে স্পষ্টতই বুঝলাম, এরা গাইড বই দেখে সাধারণ জ্ঞান বানায় নাই, পড়াশুনা করছে; তাই বিশ্বাস করা যায় বলেই মনে হয়।
সাইটটার লিঙ্কও এখানে দিয়ে দিলাম-
ইডিপিডিবিডিডটওআরজি
যা হোক, আশা করব, এরপর থেকে যে বা যারা বিসিএসের সাধারণ জ্ঞান অংশের ২০টি প্রশ্ন করবেন, দয়া করে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে জেনে প্রশ্ন করবেন; সাধারণ জ্ঞানের চটি দেখে প্রশ্ন করবেন না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।