২৭ তম বিসিএস দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়া প্রার্থীদের মধ্যে ৬৫২ জনকে আগামী ৩ মাসের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মেফতাহ উদ্দিন চৌধুরী ও আবুবকর সিদ্দিকীর সমন¡য়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। এর আগে গত বছরের ১১ নভেম্বর ২৭তম বিসিএস-এর ৯৮ জনকে নিয়োগ দেয়ার জন্য আদেশ দেয় হাইকোর্ট। বাদী পক্ষের মামলা কৌঁসুলি হিসেবে শুনানিতে অংশ নেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ব্যাপক দলীয়করণের অভিযোগ উঠে। ওই অভিযোগে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ওই ফলাফল বাতিল করে। এরপর নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে তার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। কিন্তু দ্বিতীয় দফা মৌখিক পরীক্ষায় ১ হাজার ২২ জন বাদ পড়ে। আজকের রায়ে দ্বিতীয় মৌখিক পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণদের নিয়োগ বাতিল না করলেও প্রথম পরীক্ষার অংশ মেডিক্যাল পরীক্ষা সম্পূর্ণ হওয়া আবেদনকারীদের নিয়োগ প্রদান না করাকে অবৈধ ঘোষণা করেছে আদালত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।