আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএসে সাধারণ জ্ঞানের চটির সেই সাইটে ঢাবি-জবির প্রশ্নের সমাধান (অথবা বাবা-বাবা লাগে পোস্ট!)

আশিস নাবীল আগে একবার বিসিএস প্রশ্নের সমাধান নিয়া মাথা ঘামাইতে ঘামাইতে একটা সাইট পাইছিলাম, বিসিএস প্রশ্নের সমাধান দিছিল... সাইটটা দেখতেও তেমন সুন্দর ছিল না। কয়দিন আগে কি মনে করে আবারও সাইটটাতে ঢুকছিলাম, দেখতে, কী হইতেছে সাইটটায়। (নিজে নিজে আবিষ্কার করছিলাম তো, সাইটটার প্রতি একটা মহব্বত হয়ে গেছে; ভাল্লাগে আরকি! নিজের আবিষ্কার আবিষ্কার লাগে! ওই যে একটা ব্যাপার আছে না, পুরানো প্রেমিকার বাচ্চা হইতেছে, নিজেরে বাপ বাপ লাগতেছে! সেরকম আরকি!!!) তো, ঢুকে দেখলাম, সাইটটা চেহারা পাল্টাইছে, আগের চেয়ে বেশ সুন্দর হইছে। মালপত্রও মনে হয় বাড়ছে। দেখেশুনে তেমনই মনে হইল।

কিন্তু প্রোগ্রেস বেশ স্লো; হয় তারা অনেক চিন্তা কইরা কইরা কাজ করতেছে, নাইলে ঝিমায়ে ঝিমায়ে কাজ করতেছে। ভাবতেছেন, তাতে আপনাদের কী? এই খবর আপনাদের এখন জানানোর কী আছে? যেইটা আছে, সেইটা হইল, ওরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নও সমাধান করে দিচ্ছে; ‌‌'বিভিন্ন' শব্দটা অবশ্য এখানে প্রশ্নবিদ্ধ, তারা ঢাবি আর জবি ছাড়া আর কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান এখনো দেয় নাই। সেইটা বিষয় না, সাথে আরো অনেক কিছুই দেখলাম আছে, (খুঁইজা পাওয়া একটু ঝামেলা); বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয়ের টপিক বেইজড কন্টেন্ট আছে (ওই যে বললাম, খুঁইজা পাওয়া ঝামেলা- প্রথমে ভর্তি প্রস্তুতিতে যাইতে হয়, তারপর বিষয় সিলেক্ট করতে হয়, তারপরে কন্টেন্টের লিস্টি আসে!)। তবু আছে তো! (আবারও কই, নিজেরে বাবা-বাবা লাগতেছে!!!) লিঙ্কুগুলা দিয়া দেই, কেউ যদি আমার পোলা-পোলা (!) সাইটটা দেখতে চান... মূল সাইট ঢাবি 'ঘ' ইউনিট প্রশ্ন ২০১২-২০১৩ এর সমাধান জবি 'ডি' ইউনিট প্রশ্ন ২০১২-২০১৩ এর সমাধান জবি 'বি' ইউনিট প্রশ্ন ২০১২-২০১৩ এর সমাধান ঢাবি 'খ' ইউনিট প্রশ্ন ২০১২-২০১৩ এর সমাধান ঢাবি 'ক' ইউনিট প্রশ্ন ২০১২-২০১৩ এর সমাধান পুনশ্চ: ভাবতেছি, সাইটটা যাদের, তাদের সাথে যোগাযোগ করব; একই সাইট নিয়া দুইটা ব্লগপোস্ট দেয়া হয়ে গেল; আর সাকুল্যে আমার ব্লগপোস্টই আট-দশটা! ওদের বলব, আমারে টাকা-পয়সা দেন, আমি আপনাদের হয়া ব্লগিং করি। কিন্তু কী তাজ্জব, এক মেইল ছাড়া যোগাযোগের আর কোন ব্যবস্থাই রাখে নাই; কোন মোবাইল নাম্বারও নাই, ল্যান্ডফোন নাম্বারও নাই।

ব্যাটারা ফাউল!!! দেখি, একটা মেইল পাঠায়া দেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.