স্পিকারের বক্তব্যের কড়া সমালোচনা করায় উচ্চ আদালতের একজন বিচারককে অপসারণের জন্য সময় বেঁধে দিয়ে মহাজোটের সংসদ সদস্যরা বলেছে, অন্যথায় সংসদই ওই বিচারককে অভিশংসন করবে। আদালতের একটি রায়ের সমালোচনা করে মন্তব্য করায় স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ করেছেন বলে মঙ্গলবার মন্তব্য করেন বিচারপতির এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। বিস্তারিত এখানে এবার দেখা যাক বিচার বিভাগ কতোটা স্বাধীন হলো আর কতোটুকুই স্বাধীন হবার বাকী রইলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।