চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......
বিচারপতি এবিএম খায়রুল হককে আজ নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির দপ্তর থেকে তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ।
বিচারপতি খায়রুল হক বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফজলুল করিম ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। সেদিন থেকেই কার্যকর হবে খায়রুল হকের নিয়োগ।
মাদারীপুর জেলার রাজৈরে ১৯৪৪ সালের ১৮ মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে খায়রুল হকের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেয়ার পর লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল' করেন তিনি। এরপর ১৯৭০ সালে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন তিনি। ১৯৭৬ সালে হাইকোর্টে এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
আপিল বিভাগের বিচারপতি হিসেবে গত বছরের জুলাই মাসে নিয়োগ পান এ বি এম খায়রুল হক।
সূত্র: এবিসি রেডিও
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।