অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। অনেকেই বলছিলেন ফটোশপের সিম্পল কিছু কাজ দেখানোর কথা। আজ তাই ফটোশপে রঙের খেলা নিয়ে এলাম।
কথা না বাড়িয়ে চলুন কাজে নাইম্যা যাই।
মুল ছবিঃ
এডিটিং এর পরঃ
১ম ধাপঃ
ছবিটা ফটোশপে ওপেন করুন।
ছবিতে দেখানো অংশে ক্লিক করে Hue/Saturation ছবির দেখানো পরিমান মত অ্যাডজাস্ট করে নিন। (Hue/Saturation অপশন টা পাবেন ফটোশপের ডানদিকের নিচের কোনায়)। এরপর আপনি যে ছবিটা পাবেন সেটা হবে নিচের মত
২য় ধাপঃ
নতুন একটা লেয়ার তৈরি করুন।
কিভাবে নতুন লেয়ার তৈরি করতে হয় মনে আছে তো?
না থাকলে ছবির দেখানো জায়গায় ক্লিক করুন।
আবারো ডানদিকের নিচের কোনায় যেখানে 'নরমাল' লেখা আছে, সেখানে ক্লিক করে Soft Light করে দিন। এবার 48px hard brush সিলেক্ট করুন। ইচ্ছামত রঙ নির্বাচন করুন, আর ছবির মত আঁকিবুঁকি করুন। যা ইচ্ছা তাই।
৩য় ধাপঃ
Filter > Blur > Gaussian Blur > 90 pixels
তবে আপ্নার পছন্দ মত পিক্সেল সিলেক্ট করতে পারেন। প্রিভিউ দেখলেই বুঝতে পারবেন।
৪র্থ ধাপঃ
কাম শ্যাষ। এইডাও একটা ধাপ
কেমুন লাগলো কইয়েন। কোথাও আটকাই গেলি আওয়াজ দিয়েন।
বা বাই। চুইট ড্রিমজ।
বিশ্বের সেরা কিছু সুন্দরীর ছবি, না দেখলে মিস ( একটি সুতীব্র ১৮+ পুষ্ট) সাবধান
ক্লিক ক্লিক ক্লিক পার্ট- ৩
আমার দ্বিতীয় চোখে--- ২ (ছবি ব্লগ)
ফটোশপে ছবির কিছু অংশ সাদাকালো আর কিছু অংশ কালার করা (টিউটোরিয়াল পুষ্ট) সচিত্র বর্ণনা সহ
এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি ১০ টি গাড়ি দেখে নিন (দেখতে টাকা লাগবে না ) সংগ্রহে রাখার মুতন পুষ্ট
মারাত্মক কিছু অপটিক্যাল ইল্যুশন যার অনেক গুলোই আপনি দেখেননি
ক্লিক ক্লিক ক্লিক
কন্টাক্ট লেন্স। আমার মত যারা চশমা পছন্দ করেন না, বা চশমা পরতে ভালো লাগেনা, তাদের জন্য এক বিকল্প।
এক্স ফ্যাক্টর (ছবি ব্লগ) - ভালবাসার এ টু জেড (শুধুমাত্র যাদের গার্ল ফ্রেন্ড নেই তাদের জন্য আলোকবর্তিকা)
গিফট গিফট গিফট ( যারা কি গিফট দিবেন ভেবে পাচ্ছেন না,এখান থেকে একটা দিয়ে দিন) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।