মনে প্রাণে ঘৃণা করি রাজাকার। পাকিস্তানের দালালি করার শখ থাকলে এখানে ল্যাদাতে না আসার জন্য বলা হচ্ছে। আমি অনেক দিন ধরে ফটোশপ নিয়ে একটু একটু কাজ করছি। আসলে শেখার চেষ্টা করছিলাম। এই সফটওয়্যারটা এতোই অসাধারন আর এর কাজের পরিধি এতোটাই বিশাল যে আমি আক্ষরিক অর্থে এটার প্রেমেই পড়ে গেছি বলা যায়।
কিন্তু কিছুদিন হল আমি একটা সমস্যার মুখোমুখি হচ্ছি বারবার। কেউ যদি দয়া করে একটু উদ্ধার করেন তবে খুব খুশি হতাম।
যতবার আমি ফটোশপে বাংলা দিয়ে কিছু লিখতে গেছি ততবারই একই সমস্যা হচ্ছে।
উদাহরন দিচ্ছি--
"চারিদিকে" লিখতে গেলে ওটা দেখায়- চার ি দ ি ক ে
অর্থাৎ আকার-ইকার- ও-কার এগুলো সব বর্ণের পরে আসে। কি করব? আমি অভ্র ব্যাবহার করি আর ফটোশপ এর CS 5 ভার্শন চালাই।
আমি জানি এখানে অনেকেই আছেন যারা ফটোশপে ওস্তাদ। প্লীজ তারা একটু আমাকে সাহায্য করেন। আগাম ধন্যবাদ রইল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।