জীবনকে এমন ভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা কখনো লুকাতে না হয়।
ফটোশপ যে কোনো ইমেজ খুলুন । সেম্পল ইমেজ>
টুলবার থেকে রেকটেঙ্গুলার সিলেকশন টুল সিলেক্ট করুন ।
তারপর ইমেজের চতুর্দিকে হাফ ইঞ্চি পরিমান একটা সিলেকশন তৈরী করুন । চিত্র >
টুলবার থেকে কুইক মাস্ক মোড ক্লিক করে এক্টিভেট করুন ।
মেনু বারে গিয়ে Filter > Brush > Strokes >Spatter ক্লিক ।
যে পপআপ উইন্ডো আসবে সেটিংস লিখুন রেডিয়াস : ২০ , স্মুথনেস :৪
মেনু বারে গিয়ে Image > Adjustment > Invert ক্লিক ।
কুইক মাস্ক মোড ক্লিক করুন এক্সিট হওয়ার জন্য ।
ফোরগ্রাউন্ড কালার সাদা সেট করে নিন ।
কীবোর্ড থেকে Alt+backspace চাপুন সাদা কালার দ্বারা ফীল হবে ।
কীবোর্ড থেকে Ctrl + D চাপুন । সিলেকশন উঠিয়ে দেওয়ার জন্য । ফাইনাল ইমেজ >
অন্যান্য এইজ ইফেক্টের জন্য একই টেকনিক প্রয়োগ করে দেখুন নিচের ফিল্টার গুলো এপ্লাই করে –
Filter > Distort > Ripple
Filter > Distort >Glass
Filter > Distort >Ocean Ripple
Filter > Artistic > Underpainting
Filter>Blur>Gaussian Blur (10-20pixels) and Filter > Pixelate>Color halftone
Filter>Blur>Gaussian Blur (10-20pixels) and Filter > Pixelate>Crystallize
Filter>Blur>Gaussian Blur (10-20pixels) and Filter > Pixelate>Mosaic(10)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।