মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে চবি এত পুরাতন ও ঐতিহ্যবাহী একটা বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানকার হল গুলো তে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে ইন্টারনেট কানেকশনের ব্যবস্থা নাই। এটা কি ধরনের হিসাব বুঝলাম না। এই যুগে এরকম টা কিভাবে সম্ভব। টিচার রা কি মডার্ণ কিছু পড়ান না নাকি স্টুডেন্ট নেট ইউজ় করা জানেনা বলে ভার্সিটির ধারনা??
এমনকি বেসরকারী ইন্টারনেট সিস্টেম গুলার অবস্থাও করুন। গ্রামীন ও সিটিসেল জুম ছাড়া কোন কিছুর নেটওয়ার্ক নাই।
আর ওগুলোর যে কি পরিমান খরচ সেটা তো বলা বাহুল্য। তাও লিংক দিচ্ছি।
সিটিসেল জুম আল্ট্রাঃ
Click This Link
গ্রামীনঃ
Click This Link
তো বুঝে দেখেন। অনেকের পক্ষে এগুলা বহন করা সম্ভব নয়। তাও এমনকিছু জায়গা আছে যেখানে এদের নেটওয়ার্ক থাকেনা।
এবার দেখি চট্টগ্রামে শহরে যে নেটওয়ার্ক গুলো আছে তাদের অবস্থা
বাংলালায়নঃ
Click This Link
qubee:
http://www.qubee.com.bd/monthly-package
আবার আমার জানামতে বুয়েট,ঢাবি,সিলেটে এই প্রচলিত নেট ব্যবস্থা ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড লাইনের সুবিধা যা তুলনামূলক সস্তা ও দ্রুতগতির। আর এই ব্যবস্থাও আমাদের এখানে অপ্রতুল। এখন এরা ও মডেম বেসড নেটওয়ার্ক গুলো(বাংলালায়ন,কিউবি) চবি তে ইচ্ছা করে নেটওয়ার্ক দেয় না নাকি আমাদের বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের মাঝে সদিচ্ছার অভাব সেটা বলাটা কষ্টকর।
বর্তমানে শুধু পর্ন দেখা/ডাউনলোড ও ফেসবুকিং করা ছাড়াও ইন্টারনেটে পড়াশুনার বিভিন্ন কাজে,বিদেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে ইন্টারনেট ব্যবহার করা হয় এবং তা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের জানা থাকা দরকার তাই না?
আর এই একটা জায়গা দিয়েই আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ের পিছিয়ে যাচ্ছি/যাবো। চবি তে ভালো কাজ হলেও কেউ তা জানেনা।
কোন খবর নেই। আর এমনিতেও আমাদের বিশ্ববিদ্যালয় টা বেসিকালি একটা গ্রাম। অনেকে এ কথার সাথে একমত না হলেও লিখে রাখেন এটাই সত্য। এমনিতেই বহির্বিশ্বের সাথে সংযোগ টা কম। আর নেটের এই অবস্থা হলে তো কথাই নেই।
তবে যাই হোক শুনছি সামনে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা তে ওয়াই-ফাই জোনের ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি কাজ টা হবে। আর তা যদি না হয় তবে দয়া করে যেন কতৃপক্ষ যেন কিছু ব্যবস্থা নেন,বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্যেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।