সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা। ১০) মুকেশ আম্বানী, মোট সম্পদের পরিমাণ: ২৭$ বিলিয়ন, প্রতিষ্ঠান-পেট্রোকেমিক্যাল ৯) ই. বাতিস্তা, সর্বমোট সম্পদের পরিমাণ: ৩০$ বিলিয়ন, প্রতিষ্ঠান-মিনিং অয়েল ৮) এমানসিও অরটেগা, সম্পদের পরিমাণ: ৩১$ বিলিয়ন, প্রতিষ্ঠান-জারা ৭) লক্ষী মিত্তাল, মোট সম্পদের পরিমাণ: ৩১.১$ বিলিয়ন, স্টীল ব্যবসা ৬) ল্যারী এলিসন, মোট সম্পদ: ৩৯.৫ বিলিয়ন, প্রতিষ্ঠান-অরাকল ৫) বার্নার্ড আরনল্ট, মোট সম্পদের পরিমাণ: ৪১$ বিলিয়ন, প্রতিষ্ঠান-LVMH ৪) ওয়ারেন বাফেট, মোট সম্পদের পরিমাণ: ৫০$ বিলিয়ন ৩) বিল গেটস, মোট সম্পদের পরিমাণ: ৫৬$ বিলিয়ন, প্রতিষ্ঠান-মাইক্রোসফট ২) কার্লোস স্লীম, মোট সম্পদের পরিমাণ:৭৪$ বিলিয়ন, টেলিকম ব্যবসা ১) যে ব্যাক্তি ফজরের দু রাকআত সুন্নাত সালাত আদায় করে । আয়েশা (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেনঃ ফজরের পূর্বের দু' রাকআত (সুন্নাত) সালাত পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদ অপেক্ষা উত্তম" অন্য বর্ণনায় বলা হয়েছে, ঐ দুরাকআত (সুন্নাত সালাত) আমার নিকট দুনিয়ার সবকিছু থেকে অধিক প্রিয়। [সহীহ মুসলিম হাদীস/২৫, মিশকাত হা/১১৬৮]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।