রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহনের ৬০ বছর পুর্তিতে, হীরক জয়ন্তী উৎসবে মেতেছে, গোটা যুক্তরাজ্য। লাল, গাঢ় নীল আর সাদা আলোয় বদলে দেয়া হয়েছে, লন্ডন টাওয়ার ব্রিজের দৃশ্যপট। আর ঐতিহ্যাবাহী বিগ বেন টাওয়ারের নাম বদলে দেয়া হয়েছে, এলিজাবেথ টাওয়ার। উৎসবের ছোঁয়া লেগেছে, নিত্যপণ্য ও খাবার দোকানগুলোতেও।
১৯৫২ সালে রাজা ৬ষ্ঠ জর্জের মৃত্যুর পর, মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজ সিংহাসনে আরোহণ করেন, রাণী দ্বিতীয় এলিজাবেথ।
আভিজাত্য আর বংশ মর্যাদা অটুট রেখে, স্বীয় মহিমায় পাড়ি দিলেন, ছয় দশকের দীর্ঘ পথ।
এ বছর ৬ই ফেব্রুয়ারি রাজ্য অভিষেকের ৬০ বছর পার হলেও, মূল আয়োজন তুলে রাখা হয়, জুনের প্রথম সপ্তাহ’র জন্য। চারদিনের আনন্দ উৎসবে রাখা হয়---ঘোড়দৌড়। রাণীকে। স্বামীকে সঙ্গে নিয়ে স্ব-শরীরে মাঠে উপস্থিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণী।
রবিবার টেমস নদীতে আয়োজন করা হয় দীর্ঘ সাত মাইলের নৌ-বহর। যেখানে রাণীর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজপরিবারের অন্যান্য সদস্যরা। বৃষ্টি উপেক্ষা করে রাণীকে এক নজর দেখতে সেখানেও নামে জনতার ঢল। নদীর দু-কূলে উপচে পড়া মানুষকে হাত নেড়ে অভিবাদন জানাতে ভোলেননি রাণী।
উৎসব মাতাতে, সোমবার বিবিসি’র আয়োজনে বাকিংহাম প্যালেসের ছাদে বসে, জমজমাট কনসার্ট।
সে কনসার্টে সুরের মূর্চ্ছনায় প্রিয় রাণীকে অভিবাদন জানালেন--জেসি জে, স্যার টম জোন্স, এ্যানি লেনক্সের মতো বিখ্যাত সব সঙ্গীত তারকারা। মাত্র দশ হাজার সাধারন মানুষ ও দু’হাজার ভিআইপি এ অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন করলেও নেচে গেয়ে প্যালেসের বাইরে উৎসব করেছে হাজার হাজার মানুষ।
আজ সেইন্ট পল ক্যাথিড্রালে প্রার্থনার মধ্যদিয়ে শেষ হবে রাণীর সিংহাসন আরোহণের হিরক জয়ন্তী উৎসব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।