আমাদের কথা খুঁজে নিন

   

সেইন্ট মার্টিন টু সাকরাইন

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
হুট করে ঘুম ভেঙ্গে দেখি চলে এসেছি সমুদ্রের অনেক কাছে পেছনে অনেকটা পথ ফেলে মায়াময় প্রকৃতি জেগে উঠছে আর খানিকটা পথ আলো আঁধারিতে এই এই চল চল সমুদ্রযান ডাকছে একসাথে দ্বীপান্তরে সমুদ্রযানে কত ভাবনাই না উঁকি দিয়ে যায় আহ সমুদ্র আর নদীর মিলনস্থল দেশ আমার দেশ, ছায়া হয়ে পাশে আছে সিগালেরও ছুটে চলা, মানুষের পিছু পিছু আহ! নীল অভূতপূর্ব নীল প্রথম সমুদ্র দর্শন সমুদ্রের প্রস্তুতি সমুদ্র বালক প্রথম সূর্যাস্ত সকালের রোদ আবার সমুদ্র ছেঁড়া দ্বীপ এখনো কত সুন্দর, তাই একাকী আহা স্বচ্ছতা সমুদ্রমন্থন এ এক অদ্ভুত গাঁটছড়া রাত ঘনায়, হাতগুলো আগুনের দিকে যায় চলে আগুন খেলা চলে অগ্নি নৃত্য আসে নতুন সকাল (এইটা আবার প্রথম আলোর স্বপ্ন নিয়ে তে ছাপা হয়েছিল) দেখা দেয় অন্য ভুখন্ড আসে ফেরার পালা তবুও মনের কোণে কিসের যেন ছাপ থেকে যায় সুর্য্য শ্রান্ত হয় কিছু মুখ উদ্ভাসিত হয় থাকে স্মৃতির মনিকোঠায় আরেকটি ফ্রেমবন্দী ছবি বা ছবিগুচ্ছো মানুষ আনন্দ খোঁজে। সমুদ্র থেকে শহরে ফেরা মানুষ মেতে ওঠে শহুরে আনন্দে। সাকরাইন!!!! সাকরাইন!!!! স্বপ্নের ঘুড়ি ডানা মেলে পাখিরাও ডানা মেলে স্বপ্নের ঘুড়ি আমরাই ওড়াই চোখের ভেতরে প্রতিবীম্ব ঢোকে শৈশবের কাছেই উঁকি দেয় নতুন প্রজন্ম ঘুড়ি হাতে স্বপ্ন হাতে ওড় ঘুড়ি ওড় চলে মিছে মিছি লড়াই চলো আমরা ঘুড়ি ওড়াই আসে সন্ধ্যা জেগে ওঠে বাজি পোড়ানোর দল নেচে ওঠে নাগিন পটকা বাড়ীর ছাদে ছাদে আগুনের খেলা চলে আগুনবাজি আতশবাজি চলে সমানে সমান ফু দিয়ে পুড়িয়ে দেয়া সারাটা আকাশ আলোর নাচন আলোর রক কনসার্ট আলোর সিম্ফোনী আলোর অগ্নুৎপাত এরপর তারা ঘরে ফিরে যেতে চায় তবুও আটকে থাকে আলো ছায়ায়, মানুষে মানুষ, ফানুসে ফানুস।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.