আমাদের কথা খুঁজে নিন

   

ঈশপের গল্প.................. বাঘ আর শিয়াল

এক গ্রামে একটি শিয়াল এবং একটি বাঘ বাস করত। গ্রামের পাশেই নদী। শিয়াল প্রতিদিনই এই নদীতে পানি খেতে আসে। প্রতিদিন বাঘ শিয়ালটাকে খাওয়ার জন্য তাড়া করে। প্রতিদিনই শিয়াল দৌড়ে গর্তে ঢুকে যায়।

একদিন শিয়াল সত্যই ধরা পড়ে। বাঘ তাকে একটি বড় লোহার খাঁচায় আটকে রাখে। দুপুরে বাঘ তাকে খেতে এলে শিয়াল বলে, তুমি আমাকে না খেয়ে এ নদীতে ফেলে দাও। পানি খেতে এসে একদিন নদীতে পড়ে গিয়েছিলাম। নদীর জন্তুরা আমাকে রাজা মনে করে অনেক কিছু খেতে দিল।

পরে আমাকে আমার ইচ্ছামতো ওপরে উঠিয়ে দিল। তখন বাঘের লোভ হলো, সে শিয়ালকে বলল_তুমি বের হও, আমাকে খাঁচায় ঢুকিয়ে নদীতে ফেলে দাও। শিয়াল বের হয়ে বাঘকে খাঁচায় ঢুকিয়ে বলে, আরে বলদ, নদীর নিচে কি রাজা হওয়া যায়? বলে তাকে নদীতে ফেলে দিল এবং শিয়াল তারপর থেকে শান্তিতে দিন কাটাতে লাগল। আমাদের দেশের বাঘ গুলারে কেমনে নদীত দেওয়া যায় ?? এখানে আরো আছে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।