আমাদের কথা খুঁজে নিন

   

ঈশপের গল্প !

পৃথিবীর প্রতিটি মানুষ একা, একাই পথ চলতে হয়। আমি গল্প খুব ভালবাসি , গল্প থেকে শেখার চেষ্টা করি আবার সুযোগ পেলে মানুষ কেউ শেখানোর চেষ্টা করি । গভির উপলব্ধির জন্য আমার সবচেয়ে প্রিয় লিও তলস্তয় , রোমাঞ্চের জন্য হেনরি রাইডার হেগার্ড আর শিক্ষার জন্য গুরু মানি ইথোপিয়ার সেই বিখ্যাত ঈশপ কে । আজ ঈশপের ২ টা গল্প বলিঃ প্রথম গল্পঃ এক গ্রামে এক সাপ বসবাস করতো , সে সকলের সাথে মিলেমিশে চলতো । একবার এক দুষ্ট বালক সাপ টি কে বড্ড বিরক্ত করছিল ।

সাপ বারন করা সত্বেও বালক টি বিরক্ত করা থেকে বিরত হচ্ছিল না । সাপ টি রেগে বসিয়ে দিল এক মরন কামড় আর তাতে বাচ্চা টি মারা গেল । বালক টির পিতা নিজ সন্তান কে কবর দিয়ে রাগে দুঃখে সাপ টি কে হত্যা করার উদ্দেশ্যে বের হল । কিছুদুর যাবার পর সে দেখতে পেত সাপ টি একটি পাথরের উপর শুয়ে আছে । লোক টির হাতে ছিল কুঠার , সে সেই কুঠার দিয়ে সাপ টি কে মারার জন্য দিলো জোরে এক কোপ ।

সাপ টির ভাগ্য ভাল সে সময় মত সরে গেল কিন্তু কুঠারের আঘাতে পাথর টি ভেঙ্গে গেল । এর পর কেটে গেল অনেক অনেক দিন , লোক টি ভাবলো সাপ আর আমি যেহুতু একই গ্রামে থাকি তাই তার সাথে মিলে যাই । সে সাপ টির সামনে যেয়ে বলল " আমরা যেহুতু একই গ্রামে থাকি , আমাদের মাঝে বিবাদ করে লাভ কি ? আসো আমরা মিলে যাই । সাপ টি উত্তরে বললঃ না, তা হয় না । তুমি যখন তোমার ছেলের কবর দেখবে , তখন মনে হবে আমি তোমার ছেলেকে খুন করেছি আবার আমি যখন ভাঙ্গা পাথর টি দেখবো তখন মনে পড়বে তুমি আমাকে মারতে চেয়েছো ।

তাই আমাদের মাঝে বন্ধুত্ব সম্ভব নয় । এর চেয়ে ভাল তুমি থাক তোমার মত আমি থাকি আমার মত । মোরালঃ আমি কিচ্ছু বলবো না , আপনারা বুঝে নেন । ২য় গল্পঃ এক বনে বাস করতো একটি দাড়কাক । উড়ে উড়ে যাবার সময় তার নজর পড়লো একদল ময়ুর এর দিকে ।

ময়ুরের পেখম দেখে সে মুগ্ধ । তারও খুব ইচ্ছে হল সে সেই দলে যোগ দিতে কিন্তু সে তো দাড়কাক !! এরপর সে ময়ুরের পেখম কুড়িয়ে নিয়ে নিজের গায়ে লাগালো, এবং ময়ুরের দলে ভিড়তে চাইলো কিন্তু ময়ুর গুলো তাকে চিনতে পেরে দূর দূর করে তাড়িয়ে দিলঃপ। মনের দুঃখে সে ফিরে গেল তার দাড়কাকের দলে । কিন্তু তার শরীরে ময়ুরের পেখম দেখে তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিলো । মনের দুঃখে সে একাই থাকতে লাগলো , কেউ তাকে আর আপন করে নিলো না ।

মোরালঃ আমরা অনেকেই নিজের অবস্থান ভুলে যাই, নিজের অবস্থান থেকে একটু উপরের দিকে উঠে গেলেই নিজেকে খুব বড় ভাবা শুরু করি । যাই হোক, একটা কবিতা দিয়ে শেষ করি । কেরাসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাক দিলে দেব গলা টিপে । হেন কালে গগনেতে উঠিল চাদা, কেরাসিন শিখা বলে এসো মোর দাদা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।