আমাদের কথা খুঁজে নিন

   

পীরগঞ্জে তোপের মুখে পানি সম্পদ মন্ত্রী

আমার ছবি নাই , দেশের সম্ভাবনাময় একটি ছবি প্রোফাইলে দিলাম । পীরগঞ্জ (ঠাকুরগাঁও)।। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন অনির্ধারিত এক কর্মী সভায় উপস্থিত হলে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের তোপের মুখে পড়েন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুনির উদ্দীন আহাম্মদের সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সভায় উপজেলা যুবলীগ সভাপতি শাহাজাহান সরকার তার বক্তৃতায় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ ও শ্রমিকলীগ নেতা কর্মীরা এলাকার কাজ নিয়ে গেলে মন্ত্রীর অনীহার কঠোর সমালোচনা শুরু করলে এক পর্যায়ে তাকে জোর পূর্বক বসিয়ে দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রববানীকে বক্তৃতার জন্য আহবান করা হয়। তিনিও দলের স্বার্থ রক্ষায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ মন্ত্রীর ভূমিকার সমালোচনা এবং যে কোন কাজের ব্যাপারে মহাজোটের স্থানীয় এমপি জাতীয় পার্টির হাফিজ উদ্দীনের নিকট যাওয়ার পরামর্শ প্রদানের কথা উল্লেখ করে বলেন,হাফিজ উদ্দীন এমপি তার কার্যকলাপের মাধ্যমে কৌশলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ ও শ্রমিকলীগকে নেতা শূন্য করার চেষ্টা করছেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সাংসদ ইমদাদুল হক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.