পীরগঞ্জের ফতেহপুরে বাবা ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন সজীব ওয়াজেদ জয়। আজ সোমবার সকাল ৯টা ২৭ মিনিটে পারিবারিক কবরে তিনি জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে জয়সদনের পাশেই এক কর্মীসভায় যোগ দেন জয়। কর্মীসভার শুরুতে ৯টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভার আয়োজন করেন।
এর আগে গতকাল রবিবার বেলা পৌনে ১২টায় রংপুরের উদ্দেশে ইউনাইটেড এয়াওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন জয়। সেখানে জেলা স্কুল মাঠে জনসভা ও সার্কিট হাউজে কর্মীসভা শেষে জয়সদনে রাত্রিযাপন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।