মনের সব স্বপ্নগুলো একদিন বাস্তব হয়ে ধরা দেবে, আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। যশোরের ভবদহে বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম—টাইডাল রিভার ম্যানেজমেন্ট) নির্মাণ করাকে কেন্দ্র করে এলাকাবাসীর হামলায় স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব, অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকসহ কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা উপজেলার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে এবং গাড়ি ভাঙচুর করে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ক্ষতিপূরণ না দিয়ে বিলটিতে প্রস্তাবিত জোয়ারাধারের নির্মাণকাজ শুরু করপ্রত্যক্ষদর্শীরা জানায়, বিল কপালিয়ায় জোয়ারাধার নির্মাণের অংশ হিসেবে পেরিফেরিয়াল বাঁধ তৈরির কাজ শুরুর জন্য পানি উন্নয়ন বোর্ড, যশোরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঠিকাদারের শ্রমিকেরা সকালে কালিশাকুল গ্রামে পৌঁছান। এ সময় যশোর-৬-এর সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব, অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। সকাল সাড়ে ১০টার দিকে এলাকার দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু রামদা, চাপাতি, হাঁসুয়া, বাঁশের লাঠি এবং বিপুল পরিমাণ ইটের খোয়া নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার শেষ পর্যায়ে পুলিশ সাতটি বুলেট ছোড়ে ।
গুরুতর আহত অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকার শিকদার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁর ডান হাত ভেঙে গেছে। অপর গুরুতর আহত স্কুলশিক্ষক সোহরাব হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনগণ গতকাল দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত তিন ঘণ্টা উপজেলার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে রূপসা পরিবহনের একটি বাস এবং একটি ট্রাক ভাঙচুর করা হয়।
তে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
ঘটনাস্থলে উপস্থিত যশোরের সহকারী পুলিশ সুপার (‘খ’ সার্কেল) আবুল কালাম আজাদ বলেন, ‘জায়গাটি উন্মুক্ত হওয়ায় চারদিক দিয়ে হঠাত্ আক্রমণ চালানো হয়। আমরা হামলাকারীদের নানাভাবে আটকানোর চেষ্টা করি। কিন্তু তারা সে বাধা মানেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সাতটি রাবার বুলেট নিক্ষেপ করি।
এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আমাদের ১০ জন পুলিশও আহত হয়েছেন। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।