আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে সাত শিশু নিহত, আহত ৪০

চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলায় স্কুল ছাত্রছাত্রী ভর্তি একটি পিকনিকের বাস পুকুরে পড়ে সাত শিশু নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ওই বাসটি মেহেরপুরের মুজিবনগরে পিকনিক শেষে ফেরার পথে গতকাল রাত ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও ঘটনাস্থলের পার্শ্ববর্তী গ্রাম পাতিবিলার বাসিন্দা অধ্যক্ষ আবু জাফর জানান, বাসটি ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। রাস্তাটির ওপর সেসময় ব্রিজ তৈরির জন্য ডাঁটা (সবজি বিশেষ) ফেলে রেখেছিল চাষিরা। সন্ধ্যার পর ওই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ডাঁটা পিচ্ছিল হয়ে যায়।

এ সময় পিকনিকের বাসটির চালক হঠাৎ ব্রেক করলে সেটি পিছলে পুকুরে পড়ে যায়। গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন।

চৌগাছা থানার ওসি মতিয়ার রহমান খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। রাত ৯টা ৫ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্থানীয় সাংবাদিক রহিদুল ইসলাম খান টেলিফোনে জানান, তার সামনে সাতটি শিশুর লাশ শোয়ানো রয়েছে। এদের মধ্যে তিনটি মেয়ে ও চারটি ছেলে শিশু।

দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। এদের মধ্যে প্রায় ২০ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এত শিশু হতাহতের ঘটনায় চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। হাজার হাজার মানুষ ভিড় করছে হাসপাতালটিতে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।