২৮ এপ্রিল ২০১০ যশোরের বেনাপোলে এক বৈশাখী মেলায় বোমা হামলায় ১ জন নিহত হয়েছেন। ঐদিন সন্ধ্যায় মেলা চলাকালীন এই হামলা চালানো হয় বলে জানা যায়। বোমা হামলায় আহতদের হাসপাতালে নেওয়ার পথে ১ জন মারা যান। তবে বোমা হামলার সাথে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এমনকি কেউ এই হামলার দায়িত্ব শিকার করেনি।
বোমা হামলাকারীরা কি চায়? বাঙ্গালীর প্রাণের উৎসব বৈশাখী মেলা এখন আর নিরাপদ নয়। নানান সমস্যায় জর্জরিত এই জাতি মাঝে মধ্যে একটু আনন্দে মেতে উঠবে তাও চায়না সন্ত্রাসী গোষ্ঠী। উৎসবে আমেজে জাতি তার ক্লান্তি ভুলে নব উদ্যমে এগিয়ে যাবে তাকে পথরুদ্ধ করতে চায় বোমা হামলাকারীরা। এর শেষ কোথায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।