আমাদের কথা খুঁজে নিন

   

কলিজু , আমি আসতেছি : মেশিনম্যান

বৃহত্তর জামাতে ইসলামের মেশিনম্যানের নির্দেশে বিকেল ৫ টা ৩২ মিনিটে পৃথিবীর নিকটবর্তী হবে চাঁদ । আর ঠিক তখনি মেশিনম্যান চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমাবেন । আর এজন্য সাকার সাহায্য চেয়েছে মেশিনম্যান । আজ বিকেলে মেশিনম্যানকে মুক্তিবেগে (যে বেগে বস্তু নিক্ষেপ করলে তা পৃথিবীতে ফিরে আসে না । ) লাথি মারবে সাকা ।

তবে কোন জায়গাটাতে লাথি মারা হবে তা নিয়ে প্রথমে সংশয় থাকলেও পরবর্তীতে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে মেশিনেই লাথি দেওয়া হবে । এব্যাপারে সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে বাঁশেরকেল্লা কর্তৃপক্ষ । তাদের পুটুশপ টীম সবসময় রেডি বলে জানিয়েছে তারা । গুজব সমূহ প্রত্যন্ত অঞ্চলে ছড়ানোর জন্যে ছাত্রীসংস্থাও সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে । তবে যাকে নিয়ে এত কাহিনী সেই মেশিনম্যান এর দেখাই পাওয়া যাচ্ছে না ।

একবার তাকে অনেক কষ্টে ক্যামেরার সামনে আনা গেছিল ,তখন সে শুধু বলছিল ,"কলিজু ,কলিজু ,আমি আসতেছি । " উল্লেখ্য কিছুদিন আগে চাঁদে গিয়ে চাঁদের বুড়িকেও কলিজু বানিয়েছিল সে ।  [লেখাটি সমপূর্ণ কাল্পনিক । কোন পাকিস্তানী বংশধর লেখাটি পড়ে কষ্ট পেলে আমি আন্তরিক ভাবে খুশি । ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।