ধুর ফটোগ্রাফির ভুত অনেক আগে থেকেই। তবে কখনও ক্যামের পাই নাই বলে খুব একটা ছবি তোলা হয় নাই। মাঝে মধ্যে এর ওর কাছ থেকে ধার করে যা তুলেছি তা দেখলে মাঝে মধ্যে নিজেরই হাসি পায়। তারপরও মাঝে মধ্যে তুলি। বেশ কিছুদিন আগে ব্লগে কিছু ছবি দিয়েছিলাম।
নিজের হাতে তোলা। মোবাইল দিয়ে তোলা ছবিতে HDR ইফেক্ট দিয়েছিলাম। বেশ অনেকেই বলেছিলেন ভাল হয়েছে। আর কয়েকজন তো কইষা গালি। সেই ভয়তে কখনই আর ছবি আপলোড করি না।
অনেকেই দেখি ফটোশপে এডিট করা ছবি দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠে। একবার এক ভাইতো বলেই বসলেন যে ফটোশপ থাকলে কত্তো কিছু করা যায়। তাকে আস্তে করে ল্যাপটপটা ধরিয়ে দিয়ে বললাম যে, ওকে, একটা ছবি এমন ইফেক্ট দিয়ে দেখান। ওমনি চুপ। যাই হোক, এর পর এক প্রকার ইচ্ছাই ছিল যে আর কোনদিন এমন ছবি আপলোড করব না যাতে গাইল খাওয়া লাগে।
গত দু দিন আগে নিকন ডি ৩১০০ দিয়ে কয়েকটি ছবি তুললাম। অনেক কষ্ট করে ছবিগুলি তুলেছি। স্ট্যান্ড না থাকায় এক প্রকার ফ্লোরে শুয়েই ছবি গুলি তুলেছিলাম। স্ট্যান্ড কেনার টাকা আপাতত হাতে নাই। প্রথমে একটু ঘেন্ন লাগছিল নিজের কাছেই, কিন্ত ছবি তুলে অবশ্য ভালই লেগেছে।
ছবি গুলি দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এডিটেড। কিন্তু যাদের ফটোগ্রাফি সম্পর্কে সামান্যতম ধারণা আছে, তারা বুঝবেন যে এক বিন্দুও এডিটিং করা হয় নাই। শুধু ক্যামেরার সাটার স্পিড, এপাচার ইত্যাদি ব্যবহার করেই ছবিগুলি নেওয়া।
ছবিগুলিতে নিজের নাম বসাতে গিয়ে এবং অপ্রয়োজনীয় কিছু অংশ বাদ দিতে গিয়েই শুধু ফটোশপে নিয়েছি। কিন্তু কালারে বা ইফেক্টে কোনই হাত দেই নাই।
এতবার করে কেন বলছি আশাকরি বুঝতে পারবেন। কষ্টের ফসল নিয়ে কেউ উল্টাপাল্টা বললে খারাপ লাগে।
আর একটা অনুরোধ, যদি কারও কাছে মনে হয় যে ছবি গুলি এডিট করা, তবে আমার সাথে দেখা করে যাবেন। তাহলে আপনাকে অরিজিনাল ফাইলটাও দেখাতে পারব।
অনেক কথা বলে ফেললাম, তবে আশাকরি ছবি গুলি ভাল লাগবে।
ধানমন্ডি ৮ নং ব্রীজ! বড় করে দেখতে এখানে ক্লিক করুন।
ধানমন্ডি ৮ নং ব্রীজ এর আরও একটি ছবি! বড় করে দেখতে এখানে ক্লিক করুন।
ধানমন্ডি ৮ নং ব্রীজের পাশ থেকে কলাবাগানে যাওয়ার রাস্তার ছবি। ডিঙ্গি রেষ্টুরেন্টের সামনে থেকে নেওয়া। বড় করে দেখতে এখানে ক্লিক করুন।
আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পোষ্ট কষ্ট করে পড়া এবং ছবিগুলি দেখার জন্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।