আমাদের কথা খুঁজে নিন

   

(জ্বি আমার দৃিষ্টি খারাফ)

মাটি চুইয়া সালাম কইরা কইলাম 'যা করার করবো আল্লায়'. আল্লার দয়ায় দৌড় দিলাম। আর থামা যাইবোনা। দৌড়াইতে ঐব শেষ দাগ পর্যন্ত। - গ্রামীন ফোন তো দেখি পুরাই হেফাজত! তয় কথা অইলো, আল্লায় তারে কোন সম স্তন দুলানো দেখাইয়া দৌড়াইবার অনুমতি দিলো তা বুঝলামনা! (জ্বি আমার দৃিষ্টি খারাফ) মাটিরে সালাম করার ফজিলত হেতি কই পাইলো কৈতারেন কেউ? প্রধানমন্ত্রীর পলা তো আহলে কিতাবের অনুসারী। ঐ কিতাবে থাকলেও থাকতারে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।