আমাদের কথা খুঁজে নিন

   

"মেয়েরা পর্দা রক্ষা করে না বলেই ধর্ষণের হার বাড়ছে" -জ্বি আসলেই তাই



প্রথমেই বলে রাখি লেখাটি লিখছি আরেকজনের লেখার জবাবে: নয়তো এ প্রমাণিত বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করার কোন মানে হয় না। তিনি লিখেছেন-একটা মেয়ে বেপর্দা হোক, স্বল্পবসনা হোক তাকে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে ধর্ষণ করার অধিকার কারো নেই। আবারও বলি "কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে।" সে নগ্ন হয়ে চললে তাকে পাগলা গারদে রেখে আসুন, ধর্ষণ করবেন কেন???? চিন্তা করেন, তিনি লিখেছেন একজন মেয়ে বেপর্দা এবং স্বল্পবসনা হলে তাকে পাগলা গারদে রেখে আসতে হবে! ধরেন কেউ একটা মেয়েকে চিটাগাং নিউমার্কেটের আশেপাশের নির্জন গলিতে স্বল্পবসনা অবস্থায় পেলো, এমতাবস্থায় সে যদি নপুংশক অথবা অতিমাত্রায় আল্লাহভীরু না হয় তবে এ অবস্থায় ঐ মেয়েকে ধর্ষন করে মজা লুটে নেওয়টাই তার জন্যে সবচে সহজ! কিন্তু উনার কথামত যদি তাকে পাগলা গারদে রেখে আসতে হয় তবে ঐ লোককে স্বল্পবসনা মেয়েটিকে চট্টগ্রাম থেকে পাবনা পর্যন্ত গাড়ি রিজার্ভ করে সে মেযেকে জোর করে তুলে পাবনা পর্যন্ত নিয়ে যেতে হবে!! এমতাবস্থায় চট্টগ্রাম থেকে পাবনা পর্যন্ত ঐ মেয়েটিকে ঐ লোকটি আরো কতবার ধর্ষণ করতে পারে তা আন্দাজ করা যায়? এছাড়াও পাগলা গারদে নিয়ে যাওয়ার পথে পুলিশী ঝামেলা হতে পারে, মেয়েটি চিৎকার করে লোক জড়ো করে ঐ লোককে গণপিটুনি খাওয়াতে পারে, এছাড়াও ডকুমেন্টস এর অনেক রকমেরই সমস্যা হবে! এরপর তিনি লিখেছে-মেয়েদের পর্দা মেয়েদের কাছে, ছেলেদের পর্দা ছেলেদের কাছে। মেয়েদের যেমন নিজেদের ভোগ্যপণ্যের মত প্রদর্শন করা উচিৎ না, ছেলেদেরও সেখানে নিজের উপর আত্মনিয়ন্ত্রন রাখা উচিৎ। নাহলে ঐ মেয়েদের সাথে ঐ ছেলেদের কোন পার্থক্য নেই। তার মাথা খারাপ আছে কিনা বুঝলাম না- একটা মেয়ের শারীরিক গঠন, আচরণের প্রভাব আর ছেলের শারীরিক গঠনের পারিপাশ্বিক প্রভাব মোটেই একই না!! এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত! তেতুল দেখলে তো জিভে জল আসবেই‍!! এটা কি কন্ট্রোল করা সম্ভব? খান না খান সেটা পরের কথা। তিনি আরো লিখেছেন- *নগ্নতার সামনে আসলেই যদি উত্তেজনার ধাক্কায় আপনার কাছে ধর্ষণ করা ১০০% জায়েজ মনে হয়, নিজের মা কে দিয়ে আগে শুরু করুন। কারন জন্মের পরে তার নগ্নতাই তো সবার আগে আপনি দেখেছেন তাইনা? দোয়া করি আপনার গর্ভে এমন বাচ্চাই পয়দা হউক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.