মহসিন হোসেন
বার্তা২৪ ডটনেট
ঢাকা, ৩১ মে : মালয়েশিয়াগামী ৩০৭ জন যাত্রী নিয়ে ঢাকা বিমানবন্দরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট পালকি।
কুয়ালালামপুরগামী ০৮৬ বিমানটি সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করার সময় ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ফলে রাত দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমানটি ঢাকা বিমানবন্দরে দাঁড়িয়ে আছে। বিমানের ফ্লাইট ইনকোয়ারি থেকে বলা হচ্ছে বিমানটি যাওয়ার জন্য চেষ্টা চলছে। ওদিকে যাত্রীরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
ওই বিমানে কুয়ালামপুর যাচ্ছেন যাত্রী আয়াজ সরকার। তিনি বার্তা২৪ ডটনেটকে জানান, বিমানটি রাত সাড়ে নয়টা পর্যন্ত যাত্রীদের নিয়ে ঢাকা বিমান বন্দরে আটকে আছে। তিনি বলেন, “কুয়ালালামপুর যাওয়ার জন্য বিমানটি সন্ধ্যা সোয়া সাতটায় উড্ডয়ন করতে চাইলে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তখন ক্যাপ্টেন বিমানটি বিমান বন্দরে রেখে দেন। আমরা এখনও বলতে পারছিনা যে, বিমানটি ছাড়বে কিনা।
”
বিমানের ফ্লাইট ইনকোয়ারির ডিউটি অফিসার রেজাউল ইসলাম বার্তা২৪ ডটনেটকে জানান, ০৮৬ নম্বর বিমানটি ৩০৭ জন যাত্রী নিয়ে নির্ধারিত সময় সোয়া সাতটায় ঢাকা ছেড়ে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে ৫৫ মিনিট পর ফিরে আসে। এখন আবার ছেড়ে যাওয়ার চেষ্টা চলছে। ” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।