এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পর্যটক হিসেবে সবচেয়ে খারাপ হচ্ছে আমেরিকানরা। দেশের বাইরে ভ্রমণের সময় তারাই হোটেল থেকে সবচেয়ে বেশি জিনিস চুরি করে নিয়ে যায়, যাকে তারা বলে ‘সুভ্যেনিয়র’।
মান্ডলা রিসার্চ নামে আমেরিকার একটি ট্যুরিজম মার্কেট রিচার্স সংস্থা এই অনলাইন জরিপটি চালায়। যেই জরিপে অংশ নেয় পাঁচটি দেশের পাঁচ হাজার ৬০০ মানুষ। যাদের মধ্যে ৭৮ ভাগ মানুষ অন্তত একবার বিদেশ ভ্রমণ করেছিল।
তারা তাদের অভিজ্ঞতা থেকে জানায়, আমেরিকানরাই ভ্রমণ শেষে হোটেল থেকে চেক-আউট হওয়ার সময় নিজ পকেট বা ব্যাগে ভরে নেয় হোটেলে সাবান, শ্যাম্পু, তোয়ালে কিংবা কোনো আনুষাঙ্গিক জিনিস। আমেরিকা, আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং বৃটেনে চালানো এই জরিপে খারাপ পর্যটক হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে চীনা পর্যটকরা।
আমেরিকানরা তাদের ভুল স্বীকার করেছে এবং এইপোলে তারাই নিজেদের খারাপ পর্যটক হিসেবে ভোট করেছে। তাছাড়া, আইরিশদের দেয়া ভোটে সবচেয়ে খারাপ পর্যটক হিসেবে চিহ্নিত করা হয়েছে বৃটিশদের। আর বৃটিশদের দৃষ্টিতে পর্যটক হিসেবে সবচেয়ে বাজে জার্মানরা।
হোটেলের জিনিসিপত্র চুরি ছাড়াও অনেক উচ্চস্বরে কথা বলে। যা অনেক সময় তাদের সঙ্গে থাকা অন্য ভ্রমণকারীদের জন্য বিরক্তির সৃষ্টি করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।