আমার বিবেক আজ ধর্ষিত তাই ধর্ষিতার করুন আর্তনাদ আমাকে আর ছুয়ে যায় না। আমার মানবিকতা হয়েছে লুণ্ঠিত তাই পাঁচ বছরের শিশুর গলিত লাশ বস্তাবন্দি করতে আমাকে আর ভাবতে হয় না। আমার মনুষ্যত্ব আজ পতিত বাজারে বিক্রি তাই গোপন ক্যামেরাই নারীর নগ্ন দেহ ধারণ আমাকে আর ধিক দেয় না। আমার মূল্যবোধ আজ টাকার কাছে বশীভূত তাই মেধাবীর স্বপ্নকে পদপৃষ্ঠ করে নগ্ন প্রশ্নের ফাঁস আমাকে আর ব্যাথিত করে না। আমার জিঘাংসা আজ মাতালের ন্যায় উন্মত্ত তাই স্বামী অথবা সন্তানহারা কোন ললনার অশ্রুসিক্ত চোখ আমাকে আর স্পর্শ করে না। আমি আজ এক মানুষনামী পশু তাই সভ্য মানবতার পিঠে অসভ্য থাবা দিতে আমার আর সংকোচ বোধ হয় না। আমার এই অসভ্যতা আর কত – কতোই বা সভ্যতার বলি এই নষ্ট হাতে?! এই আপেক্ষিক প্রশ্ন আজ আমার মত অনেকের কাছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।