আজ শাহবাগের নতুন কর্মসূচী ঘোষনা করা হলো (কাল্পনিক)।
১। বিকাল ৪:৩০ মি এ সব আন্দোলনরত ব্লগারদের মঝে চুড়ি বিতরন।
২। বিকাল ৫ টা থেকে সম্মলিত ভাবে (কোন স্লোগান ছাড়া) চুড়ির গর্জন তুলে সব যুদ্ধাপরাধিদের দেশ ত্যগের আহ্ববান জানান হবে।
আজ জাতি এই লজ্জা কোথায় লুকাবে। ৭১ এ আমরা ধর্ষিত হয়েছিলাম পাক হানাদার ও তাদের সহযোগী রাজাকার, আলবদর কর্তৃক। আর এই ২০১৩ তে সমগ্র জাতি ধর্ষিত হলো তাথাকথিত ব্লগারদের মাধ্যমে।
জাতীয় আবেগ ও দাবিকে পুঁজি করে শাহবাগ এ যে আন্দোলনের ডাক দিয়েছিল তা আজ আবার এক কলনকিত অধ্যায়ের জন্ম দিল। তারা যে ভাবে আমাদের আবেগ কে ব্যাবহার করল তাতে আজ নিজেকে ধর্ষিত মনে হচ্ছে, পুরো জাতিকে এইভাবে ধর্ষন করার এই আধিকার তাদের কে দিল।
তাদের এই কাপুরুষ র মত আন্দোলন গুটি্য়ে নিবার জন্যই আজ জামাত আর সাহসি আক্রমনের সাহস পেল। এই পরিস্হিতি কি কোন সমঝতার ইংগিত বহন করে?
আজ আন্দোলনের যারা নেতৃত্ব ছিলেন তাদের বলতে চাই নায়ক হতে এসে আজ জাতির কাছে খলনায়ক ই হয়েছেন আপনারা, আপনারা আজ ২০১৩ নব্য রাজাকার। আমি জানতে চাই কত মূল্যের বিলিময়ে আপনারা জাতিকে ধর্ষন করার কনট্যাক্ট নিয়েছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।