ডাক্তার নামের একটি প্রানী হওয়ার চেষ্টায় আছি। এত্তবড় একখান চাঁন উঠছে আসমানে,জানরে কইলাম জান্টুস,আইজকার চাঁদ তুমার।জান্টুস কইল,মিনসে,এইডা দিতে তো পাত্তি লাগে না,কহনও তো শপিংমলয়ে গিয়া কইলা না জান এই ড্রেসটা তুমার,হুহ?যাও পুরা বাংলার আকাছটা তুমারে দিয়া দিলাম,আমার চাঁন ফান নিয়া লাব নাই,এহন কও মংগলবারের বন্ধে কুন রেস্টুরেন্টে যাইতাছি???আমি হালার মনে মনে কই,কেমতে কি?মাইয়া মানুছ বালুবাসা বুঝল না,অবুজ রিদয়,খালি খিলাইয়াই গেলাম,খাইয়াই গেল।জানরে আশ্তে কইলাম,ইয়ে মানে জান,এই মাসে ওয়েটটা মাপাইছিলা?পরের কাহিনী আর না কই।বুজেনই তো অবুজ রিদয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।