আমাদের কথা খুঁজে নিন

   

নবীর কটুক্তিকারী ব্লগারদের কেন নিষিদ্ধ করা হবে না?

যারা মুহাম্মদ সঃ কে অবমাননা করেছেন তারা অতিশয় ঘৃণিত কর্ম করেছেন । এবং শাস্তিযোগ্য অপরাধ করেছেন। হযরত মুহাম্মদ সাঃ সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল। নবীরাও তার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ঈসা আঃ এর দোআ কবুল হয়েছে।

তিনি মুহাম্মদ সাঃ এর উম্মত হয়ে আবরো পৃথিবীতে আসবেন। তার একজন সাহাবীর সম্মান সম্পর্কে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন যে একজন সাহাবীর ঘোড়ার খুড়ে যে ধূলিকনা বড় পীর জিলানী তার সমান মর্যাদা তিনি রাখেন না। সারাবিশ্ব সৃষ্টির আগে রসুল সঃকে সৃষ্টি করেছেন। তার উসিলায় আদম হাওয়াকে ক্ষমা করেছেন। নবীকূল শীরমনি হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি করা তাই অনেক বড় অন্যায় ক্ষমার অযোগ্য।

তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। তবে প্রকৃত অপরাধী যেন শাস্তি পায়। দৃষ্টান্তমূলক শাস্তি। বাক স্বাধীনতা মানে অন্যের অনুভূতিতে আঘাত দেয়া নয়। শুধু মুসলিম কেন হিন্দু বৌদ্ধ খৃস্টান যে কোন ধর্মের ব্যাপারে কটুক্তি করা ব্যঙ্গ করা অবশ্যই পরিত্যাজ্য।

বড় ধরণের অন্যায়। আপনি মানবধর্মে বিশ্বাস করেন?সেটা নিয়েই মাতামাতি করেন । তাই বলে অন্যের ধর্মানুভূতিতে আঘাত কেন? ব্লগের স্বার্থেই যারা এখনও সুন্নত নিয়ে কটুক্তি করছেন তাদের সাবধান করে দেয়া ও তাদের পোস্ট বাতিল করা আবশ্যক। ব্লগে কোরআন হাদিস ইত্যাদি নিয়ে কটুক্তি চালিয়ে যাওয়া মানে সামহুয়ার ইন ব্লগকেই ঝুকিতে ফেলা। যাদের এ সামান্য কমনসেনস্ নাই তাদের দ্বারা যে কোন অশুভন কাজই সম্ভব যা ভবিষ্যতে বাজে দৃষ্টান্ত রাখবে।

তাই তাদের নিষিদ্ধ করে ব্লগের পরিচ্ছন্নতা ঠিক রাখা সম্মানিত মডারেটর প্যানেল ও জানা আপুর দায়িত্ব বলেই মনে করি। এই ক্ষেত্রে যে কোন ব্লগার এই ধরণের পোস্ট দেখা মাত্র রিপোর্ট করাও গুরুত্বপূর্ণ। কারণ অনেক পোস্ট । তাই মডুরা সবসময় সব পোস্ট চেক করে ওঠতে পারেন না। সামহুয়ার ইন ব্লগ আমার আপনার সবার।

সবাইকে ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.