আমাদের কথা খুঁজে নিন

   

আশাবাদি: ২০২০ এর মধ্যে বাংলাদেশের ভালো শাসক আসবেন

আশা করতে দোষ কোথায়? আমরা জানি আমাদের এই প্রানপ্রিয় বাংলাদেশ সব দিক দিয়ে উর্বর| শস্য শ্যামলা এই দেশে শুধু ভালো ফসল ই জন্মায়না, সবছেয়ে বেশি জন্মায় মানুষ| তবে সেই মানব ফসলকে "মানব-সম্পদে" পরিনত করতে আমরা ব্যর্থ| স্বাধিনতার ৪১ বছর পর ও এই দেশের রাজনীতির অস্হিরতা কমেনি, বরং দিন দিন বেড়ে চলেছে| আজ ও এই দেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় "ভাদা", "পাদা", এই সমস্ত দা..দা.. দের হাত থেকে এ দেশ কবে মুক্ত হবে? আমরা খুবই আবেগপ্রবন এবং সাহষী জাতি| যখন কোন বাধা এসেছে, আমরা অত্যন্ত সাহষের সাথে মোকাবেলা করেছি এবং আমাদের কাংখিত স্বাধীন দেশ ছিনি্য়ে এনেছি| আমরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষা রক্ষা করার জন্য রক্তাক্ত এবং শহীদ হতে কুন্ঠা বোধ করিনি| আমাদের এই গৌরোবজ্জল ইতিহাস অর্জনের পেছনে মুলত আমাদের ঐ দুটি বৈশিষ্ট কাজে লেগেছে| সবছেয়ে বড় কথা হছ্চে সময়ের প্রয়োজনে বাংলাদেশের আপামর জনতা সব কিছু পারে| আর এক এক সংকট সময়ে জন্ম নেয় একজন ভালো নেতৃত্বের, ভালো নেতা ছাড়া কোনো সংকট মোকাবেলা করা সম্ভব নয়| আমাদের দেশ আক্ষরিক অর্থে স্বাধীন, বাংলাদেশ নামের এক খন্ড জমি পেলাম, কিন্তু জমিতে যদি উই পোকার বসবাস থাকে তাহোলে এই জমিতে ভালো ফসল কিভাবে আশা করবো? তার পর ও আশা নিয়েই মাঠে নেমে পড়তে হবে| হাত পা গুটিয়ে বসে থেকে কি হবে? আবার হাত পা ঝেরে শুধু উইপোকা দমন করলে ও কি ভালো কিছু হবে? (দিক নির্দেশনা মুলক কিছুই এখন মাথায় আসছেনা, তবে আশা করি আসবে, ততক্ষনে উইপোকারা অনেক ক্ষতি করবে বটে, কিন্তু আমরা এখন এভাবে অভ্যস্ত..আপনাদের কার ও কিছু বলার থাকলে বলেন..)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।